আমার মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি এবং একজন অভিজিৎ রায়
এক. অভিজিৎ রায়কে নিয়ে লিখতে বসে বারবার উঠে যেতে হয়। এক বছর ধরে এভাবে পালিয়েই বেড়াচ্ছি। কি করবো? দুই লাইনের পর তিন লাইনে এসেই চোখ জ্বালা করে, ঝাপসা হয়ে আসে। নিজেকে অপরাধী মনে হয়। হাত কাঁপে। অসহ্য যন্ত্রণা হয় নিজের ভেতরে। গত একটা বছর ধরে অনেক পাতা ভরে ভরে লিখেছি। আবার পুরোটাই ট্রাশ বক্সে ফেলে [...]