প্রতিবাদে আমিও
গভীর থেকে গভীরে শব্দ ঘ্রাণ, চেতনায় আজ মুক্তির অবরোধ, ব্যারিকেড ভেঙ্গে শাঁনিয়ে শিরস্ত্রান, রক্তে ভিজিয়ে হয়না কণ্ঠরোধ| অনন্তে যে বিজয় পতাকা রাখা, এ বাতাস আজ করে কুর্নিশ তাকে, হাতকেটে নিয়ে হবেনা বন্ধ লেখা, মুক্ত মনন জগছে তোমার ডাকে| তোমার ক্রুসেডে একটু জায়গা দেবে? ধর্মযুদ্ধে আমিও তো ধার্মিক| একটু পরেই রক্ত যে গাঢ় হবে, হিসেব মেলাবে [...]