ব্লগ লিখব কিভাবে?

সূচিপত্র তৈরি

যদি পোস্টের মধ্যে শিরোনামগুলো হেডিং ট্যাগের ভিতরে লিখেন তাহলে সূচিপত্র স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে যাবে। হেডিং গুলো হায়ারার্কি মেনে তৈরি করতে হবে। হায়ারার্কিতে সবার উপরে যে অনুচ্ছেদগুলো সেগুলোর শিরোনাম লিখতে হবে এভাবে:
<h1>প্রথম ধাপের অনুচ্ছেদের শিরোনাম</h1>
আর দ্বিতীয় ধাপেরগুলো:
<h2>দ্বিতীয় ধাপের অনুচ্ছেদের শিরোনাম</h2>

ইউটিউব ভিডিও এমবেড

পোস্টের মধ্যে ইউটিউব ভিডিও যোগ করতে চাইলে কেবল ভিডিওটার লিংক (url) পোস্টের ভিতরে যেখানে যোগ করতে চান সেখানে পেস্ট করে দিলেই হবে। লিংক থেকে এমনিতেই ভিডিওটি এমবেড হয়ে যাবে।
তবে মন্তব্যের ক্ষেত্রে উপরের পদ্ধতি কাজ করবে না। এক্ষেত্রে আপনাকে ইউটিউবের এমবেড লিংকটা (embed url) কপি করে সেটা মন্তব্যে পেস্ট করতে হবে। এমবেড লিংকটি iframe ট্যাগ দিয়ে শুরু ও শেষ হয়। ইউটিউবে ভিডিউটির নিচে Share অপশনটি নির্বাচন করলে নিচে Share, Embed ও Email নামে তিনটি অপশন আসে; এর মধ্যে Embed নির্বাচন করলেই এমবেড লিংকটি পেয়ে যাবেন। নিচের ছবিতে এটা দেখানো হয়েছে:
youtube embed

গাণিতিক সমীকরণ

[mathjax] যে পোস্টে সমীকরণ লিখতে চান সেই পোস্টের ভিতরে যেকোনো জায়গাতে [mathjax] লিখতে হবে। তাহলে উক্ত পোস্টের মধ্যে নির্দিষ্ট ট্যাগের ভিতরের সবকিছু সমীকরণ হিসেবে গণ্য হবে। এখন সমীকরণ লেখার ক্ষেত্রে কোন ট্যাগ ব্যবহার করতে হবে তা নির্ভর করে কোথায় লিখতে চান তার উপর। যদি কোনো লাইনের ভিতরেই লিখতে চান তাহলে দুইপাশে [latex], [/latex] ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন [latex]E=mc^2[/latex] লিখলে [latex]E=mc^2[/latex] হয়ে যাবে। আর যদি আলাদা লাইনে সেন্টার এলাইনমেন্ট করে সমীকরণ লিখতে চান তাহলে নতুন একটা লাইনে সমীকরণের দুই পাশে দুটি করে ডলার চিহ্ন দিতে হবে। যেমন,

\oint_{\partial \Sigma} \mathbf{B} \cdot \mathrm{d}\boldsymbol{\ell} = \mu_0 \iint_{\Sigma} \mathbf{J} \cdot \mathrm{d}\mathbf{S} + \mu_0 \varepsilon_0 \frac{d}{dt} \iint_{\Sigma} \mathbf{E} \cdot \mathrm{d}\mathbf{S}

উপরের কোডটির সামনে দুটি ডলার চিহ্ন আর শেষে দুটি ডলার চিহ্ন বসিয়ে দিলে তা নিচের মতো দেখাবে:
$$ \oint_{\partial \Sigma} \mathbf{B} \cdot \mathrm{d}\boldsymbol{\ell} = \mu_0 \iint_{\Sigma} \mathbf{J} \cdot \mathrm{d}\mathbf{S} + \mu_0 \varepsilon_0 \frac{d}{dt} \iint_{\Sigma} \mathbf{E} \cdot \mathrm{d}\mathbf{S} $$