মুক্তিযুদ্ধ স্মৃতি-স্তম্ভ – শিহরণ লাগে
বাংলাদেশের অমূল্য একটি দৃশ্য উন্মোচিত হতে যাচ্ছে ১৩ই ডিসেম্বর ২০২১। একটি শ্বেত প্রস্তর ফলক। তার উপর দাঁড়ানো তিনটি সাদা কাগজ। কাগজ তিনটি ধরে রাখছে শ্বেত প্রস্তরের একটি চালা। চালায় লেখা - "মুক্তিযুদ্ধ স্মৃতি-স্তম্ভ"। মাঝের কাগজে লেখা ধামরাই থানার গায়রাকুল গ্রামের নয় জন সোনার ছেলের নাম। প্রত্যেকের নামের পূর্বে লেখা - "বীর মুক্তিযোদ্ধা"। ১৯৭১ সালে [...]