গভীর থেকে গভীরে শব্দ ঘ্রাণ,
চেতনায় আজ মুক্তির অবরোধ,
ব্যারিকেড ভেঙ্গে শাঁনিয়ে শিরস্ত্রান,
রক্তে ভিজিয়ে হয়না কণ্ঠরোধ|
অনন্তে যে বিজয় পতাকা রাখা,
এ বাতাস আজ করে কুর্নিশ তাকে,
হাতকেটে নিয়ে হবেনা বন্ধ লেখা,
মুক্ত মনন জগছে তোমার ডাকে|
তোমার ক্রুসেডে একটু জায়গা দেবে?
ধর্মযুদ্ধে আমিও তো ধার্মিক|
একটু পরেই রক্ত যে গাঢ় হবে,
হিসেব মেলাবে ভুল কিংবা ঠিক|
শব্দের জালে বিপ্লব আজ ভীত,
কুঠুরিতে আজ অবাধ যাতায়াত,
সেখানে নয়কো একটুও আলোকিত,
অস্ত্রশাণায় ধর্মের জাত-পাত|
তবুও রাত্রি নামে শিলেটের ঘরে,
জ্যোস্না জড়িয়ে কাঁদছে মায়ের বুক,
তবুও শব্দ ডানা মেলে বাসা বাঁধে,
নতুন কলমে চেনা পরিচিত মুখ|
শান্তির পাখি ঝিমোচ্ছে আজ ডালে,
অতন্দ্র চোখে শিকারের অভিসার,
মরছি আমি এক দুই তিন কোপে-
শব্দেই তবু হোক আজ সংহার|
-দেবরাজ
অনবদ্য!! শব্দকরে পড়লাম কয়েকবার।
ধন্যবাদ , মুক্ত চিন্তার প্রসার ঘটুক