অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই
আমার জন্ম বাংলাদেশে। ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি যে জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও গর্বের। বাংলাদেশের ভৌগলিক সীমারেখার কোন এক গ্রামে আমার শিকড় পোঁতা, নাড়ি পোঁতা। এতসব গভীর আবেগের কথা না বললেও বাংলাদেশের ষড়ঋতুর আবর্তনে আমি বেড়ে উঠছি। কাজী নজরুল ইসলামের “একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী” গানের কথার মত আক্ষরিকভাবেই মিশে [...]