আমি বাঙালি মুসলমান; আমাকে কেন মিসকিন বলা হবেনা? আমি কেন ভারত বিরোধী হবনা?
সম্প্রতি একজন জনপ্রিয় লেখক প্রশ্ন তুলেছেন বংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী এর জবাবে অনেকেই বলে ভারত আমাদিগকে হেয় করে। লেখকের পাল্টা প্রশ্ন সৌদিরা মিসকিন বললে তা কেন হেয় করা হয়না। আমি এর উত্তর খুঁজতে গিয়ে এই লেখাটি দাঁড় করিয়েছি। এর মাধ্যমে সেই প্রশ্ন দুটির জবাব দিতে চেষ্টা করলাম। আমি বাঙালি মুসলমানের সন্তান। পৃ্থিবীতে আমি যখন [...]