নিয়ান্ডারথালদের অজানা রহস্য
লিখেছেনঃ সুমন বিশ্বাস ১৮৫৬ সালের কথা - জার্মান শহর ডুসেলডর্ফের কাছে ডুসেল নদীর একটি ছোট উপত্যকা, নিয়ান্ডারের ফেল্ডহোফার গুহায়(Feldhofer) চুনাপাথর কাটছেন খনি শ্রমিকরা। ঘর্মাক্ত শ্রমিকেরা তখন পর্যন্ত জানতেন না যে তারা মানব বিবর্তেনের এক গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচন করতে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তারা কিছু মানবসদৃশ কঙ্কাল খুঁজে পান। শারীরস্থানবিৎদরা (Anatomists) তখন হাড়গুলি নিয়ে বিভ্রান্ত ছিলেন [...]