তসলিমা নাসরিন ইস্যুতে ঢাকা বইমেলার স্টল বন্ধ: বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর অনিয়ন্ত্রিত আক্রমণ
লিখেছেনঃ মোঃ মারুফ হাসান “প্রায়োগযোগ্য প্রমাণ অনুসারে, আমাদের সৌরজগতে ডানা-যুক্ত কোনো ঘোড়া বা পক্ষীরাজের অস্তিত্ব নেই; এবং এমনকি এটি যদি দৃশ্যমান মহাবিশ্বে তা থেকেও থাকে, তবুও আমাদের কাছে তার কোনো প্রমাণ নেই।“ এখন ধরুন, তসলিমা নাসরিন তার বর্তমান জ্ঞান ও উপলব্ধি থেকে এই বাক্যটি তার উপন্যাসে লিখেছেন। তাহলে সেই উপন্যাস কি নিষিদ্ধ করা উচিত? তসলিমা [...]