স্বপ্নধরা’র কারিগরের রাজমঞ্চে প্রবেশ; ক্রিকেটে কি অগস্ত্যযাত্রা?
খুব বেশিদিন আগের কথা নয় বাংলাদেশ ক্রিকেট দলকে মিনোস বলে ব্যঙ্গ করা হতো। মিনোস মানে ক্ষুদ্র মাছ যা বড়শির টোপ হিসেবে ব্যবহার করা হয়। নবাগত একটি দলকে এই ব্যঙ্গার্থক শব্দ দিয়ে চরমভাবে আন্ডারমাইন করা হত।হাসিঠাট্টা তীক্ষ্ণ বাক্যবাণ তো ছিলই। আমাদের ক্রিকেটারগণও ক্রিকেটশৈলীতে যতটুকু না ছিলেন পারদর্শী মানসিকভাবে ছিলেন তারচেয়ে অনেকগুণ দুর্বল।হারার আগে হেরে যাওয়া [...]