—————————————————
—————————————————
ভারতজুড়ে হাহাকার আর শ্রীলংকাতে খরা,
পাকিস্তানের জওয়ানরা সব একসাথে আধ-মরা।
বাংলাদেশের নাই বিদ্যুৎ, নাই নদীতে পানি,
কেমন করে এ-দেশ আবার সকল দেশের রাণী?
জলোচ্ছ্বাসের বছর বছর আঘাত আছে আবার,
বাজার ঘুরে হাজার মানুষ পায়না খুঁজে খাবার।
দামের কথা বলবো কি আর সদাই ঊর্ধ্বমুখী,
কেমন করে তারপরও যে এমন তারা সুখী?
একই সঙ্গে ছেলে-বুড়ো একই রঙ্গে নাচে,
ফোকলা দাঁতে বলছে বুড়ী কারণ একটা আছে।
দুধের শিশু খিলিখিলিয়ে হাত বাড়িয়ে ডাকে,
কাছে আসেন কানে কানে দেই বলে এই ফাঁকে।
এত খুঁজেন, তবুও যদি, জানতে নাহি পান,
গুগল করে দেখেনরে ভাই সাকিব-আল-হাসান।
—————————————————
—————————————————
মইনুল রাজু (ওয়েবসাইট)
[email protected]
বিসিবি আবার আইসিসির কাছে আবেদন করেছে ৫রানের জন্য,আইজাজ চিমা নাকি ধাক্কা দিয়েছিলো। এগুলো খেলারই অংশ,মাশরাফি গায়ে ধাক্কা খেয়ে একবার শেবাগ রান আউট হয়েছিলো,এটা নিয়ে ৫ রানের আবেদন করা বাংলাদেশ যে সম্মানটা পেয়েছিলো সেটার অনেকটাই বারোটা বাজালো। ক্রিকইনফোতে এই সংক্রান্ত আর্টিকেলে ৪০০টা মন্তব্য জমা হয়েছে,প্রায় সবাই ছি ছি করছে 🙁 ।
@রামগড়ুড়ের ছানা,
আমাদের খেলোয়াড়রা এত কষ্ট করে যে সন্মান এনে দেয়, কিছু লোকজনের বাড়াবাড়ির কারণে সেটা ধুলোয় মিশে যায়। ক্রিকেট খেলায় এর থেকে অনেক বেশি কিছু হয়ে থাকে। বাংলাদেশে হারার পর আমাদের কষ্ট লেগেছিলো কিন্তু অখুশিতো আমরা ছিলাম না। এখন আমাদের সেই খুশীর উপলক্ষ্যটাও কেড়ে নেয়া হলো।এটা খুবই আপত্তিকর একটা মানুষিকতার পরিচয় দেয়া হলো। ব্যাপারটা আসলেও দুঃখজনক 🙁 ।
“কেমন করে তারপরও যে এমন তারা সুখী?”
ঐটা তো জানি না
আমরা এমনেই সুখী
কারণ টারন খুজি না :))
@মইনুল রাজু,
আপনার কবিতাটা পড়ে তো বেশ মজা পেলাম।
আর হাঁ, আপনাদের তো নিউ ইয়র্কে কখনো এলে এই গরীবের ছোট্ট তাবুটায় একটু ডাল-ভাতের আমন্ত্রন রয়েছে। ভুলবেননা যেন। আমি আপনাদের সমসাময়িক না হলেও আপনাদের সম সাময়িক আমার ছেলে, মেয়ে,জামাই আছে। তাদের সংগে আপনার সময় কাটাতে খারাপ লাগবেনা। আপনার স্ত্রীকেও সংগে আনতে ভুলবেননা। আপনার স্ত্রীও আমার ছেলে বউদের বা মেয়েটার সমসাময়িক হবে। রবিবার হলে ভাল হয়। WORKING DAY তে তো সবাই কাজে ব্যস্ত থাকে। এটা যা এদেশে অসুবিধা।
এই নিন আমার ই মেইল ঠিকানা: [email protected]
আসবার আগে যোগাযোগ করবেন।
ধন্যবাদ
@আঃ হাকিম চাকলাদার,
কৃতজ্ঞতা জানবেন।
আপনার ইমেইল সেইভ করে রাখলাম। এরপর নিউ ইয়র্ক গেলে অবশ্যই যোগাযোগ করবো।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙂
@আঃ হাকিম চাকলাদার,
আপনারা যারা আমেরিকা আছেন, তারা একটা ফ্রি কন্সার্ট এ যেতে পারেন, নর্থ ক্যারোলাইনা তে, রিচার্ড ডকিন্স ও যাবে। 😀 httpv://youtu.be/3gacQftjKc4
@নির্মিতব্য,
লিংক
ও মা গো! ছড়া কী? ভ্রমণ কাহিনি আর গল্প লিখেন, তবে-
এটা খুব ভাল পাইছি। [img]http://i1088.photobucket.com/albums/i332/malik1956/images-2.jpg[/img]
@আকাশ মালিক,
কি মা মা করতেছেন! মাঝে মাঝে একটু এদিক সেদিক করতে কা না ইচ্ছে করে! কয়েকটাতো গানও লিখলাম, কম্পোজ হচ্ছে। আপনার যন্ত্রণায়তো মনে হচ্ছে ওগুলোকে আলোর মুখ দেখাতে পারবো না। :)) :))
@মইনুল রাজু,
সরি, *”কার না ইচ্ছে করে” হবে।
@মইনুল রাজু,
ছোটবেলা আমিও ছড়া লিখতাম। বহুদিন হলো সেই চেষ্টাই আর করা হয়নি। দু একটা গান লিখেছিলাম অন্য নামে, প্রকাশিত হয়েছিল লোক্যাল সাময়িকী বা ম্যাগাজিনে, কেউ কেউ গেয়েছেও তাই এখানে দেয়া সম্ভব হলোনা।
ভিন্ন পথ, ভিন্ন ষ্টাইল, নতুনত্বে সর্বদাই আমার প্রবল আগ্রহ। তাড়াতাড়ি ছাড়েন, আমি নিশ্চিত, আলাদা মজাটাই হবে।
খুব ভালই কবিতা লিখেছেন তো।
@আঃ হাকিম চাকলাদার,
একবার ভাবলাম প্রতিটা লাইন দুই লাইনে ভেঙ্গে লিখবো নাকি, আবার ভাবলাম আসলে ছড়া-কবিতার পার্থক্য নিয়ে আরো একটু জানা দরকার। শেষে হেডিং থেকে ছড়া কথাটা কেটেই দিলাম। 🙂