—————————————————
—————————————————

ভারতজুড়ে হাহাকার আর শ্রীলংকাতে খরা,
পাকিস্তানের জওয়ানরা সব একসাথে আধ-মরা।
বাংলাদেশের নাই বিদ্যুৎ, নাই নদীতে পানি,
কেমন করে এ-দেশ আবার সকল দেশের রাণী?
জলোচ্ছ্বাসের বছর বছর আঘাত আছে আবার,
বাজার ঘুরে হাজার মানুষ পায়না খুঁজে খাবার।
দামের কথা বলবো কি আর সদাই ঊর্ধ্বমুখী,
কেমন করে তারপরও যে এমন তারা সুখী?
একই সঙ্গে ছেলে-বুড়ো একই রঙ্গে নাচে,
ফোকলা দাঁতে বলছে বুড়ী কারণ একটা আছে।
দুধের শিশু খিলিখিলিয়ে হাত বাড়িয়ে ডাকে,
কাছে আসেন কানে কানে দেই বলে এই ফাঁকে।
এত খুঁজেন, তবুও যদি, জানতে নাহি পান,
গুগল করে দেখেনরে ভাই সাকিব-আল-হাসান।

—————————————————
—————————————————

মইনুল রাজু (ওয়েবসাইট)
[email protected]