প্রসঙ্গ ; যৌনকর্মীর সন্তান
কদিন ধরে সোসাল মিডিয়ায় ‘যৌনকর্মীর সন্তান’ বলে একটি অশোভন আপত্তিজনক শব্দ অনেকের লেখাতেই ব্যবহার হতে দেখছি। কোনো মানুষের জন্ম পরিচয় নিয়ে মন্তব্য করা কোনো মর্যাল স্ট্যান্ডার্ডেই সমর্থনযোগ্য হতে পারে না এর কারণ কোনো মানুষই তার নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করে না। আবার যিনি জন্ম দিলেন তিনি যদি যৌনকর্মীও হন তবুও এজন্য তাকে ব্যঙ্গ বিদ্রুপ দোষারুপ [...]