সত্যহীন শান্তি:এক বুদ্ধিবৃত্তিক সংঘাত
ভারতীয় উপমহাদেশে যেমন বৈদিক ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় থাকায় খুব অল্প কিছু মানুষই তা পড়তে পারত — তেমনি অবস্থা ছিল বিশ্ব জুড়ে সবখানেই। প্রোটেস্টান্ট ধারার ধর্মটির জন্ম হয় ১৬ শতকে এক ধরনের বুদ্ধিবৃত্তিক ঠান্ডা লড়াই থেকে। মার্টিন লুথার নামের একজন ব্যক্তি জার্মানিতে বাস করতেন। তিনি বাইবেলকে ল্যাটিন থেকে স্থানীয় ভাষায়, অর্থাৎ জার্মান ভাষায় অনুবাদ করে দেন। [...]