ধার্মিকের বিশ্বাস-অবিশ্বাস
লিখেছেন: কাজল কুমার দাস সবথেকে বেশী যে প্রশ্নটার মুখোমুখি হতে হয় আমাকে, তা হলো- “আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন না?” আসলে কি জানেন, বিশ্বাস শব্দটা আমার কাছে আপেক্ষিক। তারপর তা যদি হয় সৃষ্টিকত্তা তবে তো কথাই নেই। কিন্তু এই সময়ে আর এই সমাজে বাস করে ধম্মপান্ডাদের খগড়ের নীচে দাঁড়িয়ে কার ঘাড়ে ক'টা মাথা আছে বলুন [...]