মিলিয়ন মিলিয়ন বছর পৃথিবী ধর্মহীন মানুষের ছিল
৭ লক্ষ ৯০ হাজার বছর আগে হোমো হাইডেলবার্গেনসিসরা আগুন জ্বালানোর জন্য চুলা ব্যবহার করেছিল। আমরা ইস্রায়েলের গেশের বেনোট ইয়া-আকভ নামক স্থানে সেই সময়কার আগুনে বিকৃত টুলস, পোড়া কাঠের অস্তিত্ব খুঁজে পেয়েছি। এই আদিম ওভেনের পাশে তারা সবাই একত্রিত হয়েছিল। সম্ভবত তারা দলবদ্ধ হয়েছিল সামাজিকতা,বিশ্রাম, খাবার, তথ্য আদান-প্রদান করার জন্য এবং শিকারি প্রাণী থেকে নিরাপদ থাকার [...]