আকাশী
আমি জালিয়ে মারবো তোদের তন্দ্রাবিধুর আলসে বেড়াল; বৈশাখী ঝড় হয়ে, আমি জালিয়ে মারবো তোদের। মোল্লা হলিরে বাংলার ছেলে; মেয়েগুলো হায় তোরাও? স্বর্গ দূতীয় ছদ্মনিনাদে আসমানী হলি বোশখেরে ছেড়ে? ওরে আলপনা আঁকা উৎসবে সবুজ পাখী হয়ে; উড়ে চলে আয়, মুড়ি মুড়কীর এই উৎসবে। শাসকেরা কত এলো গেল চাকু মেরে বাংলায়, তারপরও মেলা বসে এইখানে, এই সুন্দর [...]