বড় ব্যাঙ্গা যে ভটাশ হোল
তার পরেতে সময় হোল;
চালাক বাবা সময় পেল,
ধম্মবাজের ওহ ফুর্তি হল।
সহজ মানুষ মাঠে পেল
মাথা মূড়ে বাস খেয়ে নিলো;
আল্লা গডটিকে চাপ্পে দিলো;
ভীতু মানুষ যে নূয়ে গেলো।
সময় তো না জন্মেইছিলো
শক্তি ভরই ব্যাপার ছিলো;
সময় ব্যাটা কোথায় পেলো?
টিকটিক ঠিক ভাঁওতা হল।
=============== (বিজ্ঞানী স্টিফেন হকিং-অভিবাদন) ==================
//মহাবিশ্বের শুরুতে সময় স্থির ছিলো***সৃষ্টিটা আপনা থেকেই শুরু; ঈশ্বর ব্যপারটা অপ্রয়োজনীয়//
……… মৌলিক লেখা এইটা ……………… আরো মজা করে সবাই লিখলো এইটা ……
======================== ===========================
বড় ব্যাঙ্গা ভটাশ হোল ……………………… মহা ব্যাঙ্গা ভটাশ হোল
তারপরেতেই সময় হোল; …………………… তারপরেতেই সময় হোল;
চালাক বাবা সময় পেল, ……………………. ফটকা বাজের জন্ম হলো
ধম্মবাজের ওহ ফুর্তি হল। …………………… হদ্দবোকায় ভরে গোলো!
সহজ মানুষ মাঠে পেল ……………………… নিয়ম নীতির ভড়ং এলো
মাথা মূড়ে খেয়ে নিলো; …………………….. অনঘ মানুষ কতল হোল
আল্লা গডটি চাপ্পে দিলো; ……………………. ঈশ্বর মিয়াঁ পোক্ত হোল
ভীতু মানুষ নূয়ে গেলো। ……………………. নবী সকল চান্সটা নিল।
সময় যদি থেমেই গেল ……………………… সময় তো না জন্মেছিলো
গোঁড়ায় গলদ হয়ে গেল, ……………………. শক্তি ভরই ব্যাপার ছিলো;
সৃষ্টির কর্তা বৃথা হোল, ……………………… সময় ব্যাটা কোথায় পেলো?
সময় বিনে কিইবা হোল? ……………………. টিকটিক ঠিক ভাঁওতা হল।
=======================================================
=======================================================
টেকি সাফি, সাইফ জুয়েল, কেশব অধিকারী ও রাজেশ তালুকদার আপনাদের দারুণ মন্তব্যগুলো/পংতিগুলো
ডানদিকে, সাথে কিছু কেরামতি করে বসিয়ে দিলাম। এডিট খোলা থাকবে। আপনাদের ধন্যবাদ।
=======================================================
বাহ!নতুন ধরনের কবিতা দেখি। :lotpot:
বাংলা সাহিত্যের নতুন ধারা। :lotpot:
@রাহনুমা রাখী,
এক্কে বারে……।। :)) মন্তব্যের জন্য ধইন্ন্যা আর (F)
তুমি বল, সময় যায়
আমি বলি হায়
সময় থাকে, আমরা যাই
@অরণ্য,
বাহ বেশ সুন্দর তো। আর কিছুটা থাকবে বলে আশা করেছিলাম। মুক্তমনায় স্বাগতম (O)
@কাজী রহমান,
…
যাই, কোথায় যাই?
যাওয়ার অন্ত নাই।
তুমি বল, সূর্য ডোবে
কখন? কে? কোথায় ? কবে??
দেখেছে তা, আমায় বল।
বল, যদি জেনেই থাক’
সূর্য কভু ডোবেনাক।
…………….. ধন্যবাদ কাজী রহমান
………কবিতা অনন্ত
… চলবে বহমান
@অরণ্য,
:clap বেশ লিখেছেন। ভালো লাগলো।
সবার লেখা পড়ুন এবং মন খুলে মন্তব্য / প্রশ্ন করতে থাকুন। এখানে মোটামুটি সবাই খোলামনে তাদের ভাবনা শেয়ার করে।
নক্ষত্রেরও কিন্তু একদিন মরে যেতে হয়। এযাবৎ আহরিত জ্ঞান তা ই বলে। জীবনানন্দ দাশ এর একটা সুন্দর কবিতা মনে পড়লোঃ
দুজন
‘আমাকে খোঁজো না তুমি বহুদিন – কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো; – এক নক্ষত্রের নিচে তবু – একই আলোপৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি? – বলে সে তাকাল তার সঙ্গিনীর দিকে;
আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ কার্তিকে
প্রাণ ভরে গেছে।……………………………… (C)
@কাজী রহমান, একদিন তো মরে যেতেই হবে। কিন্তু মরার আগে একটিবার জাগতে বড় ইচ্ছে করে।
যতদিন পৃথিবীতে
যতদিন পৃথিবীতে জীবন রয়েছে
দুই চোখ মেলে রেখে স্থির
মৃত্যু আর বঞ্চনার কুয়াশার পারে
সত্য সেবা শান্তি যুক্তির
নির্দেশের পথ ধ’রে চ’লে
হয়তো-বা ক্রমে আরো আলো
পাওয়া যাবে বাহিরে- হৃদয়ে;
মানব ক্ষয়িত হয় না জাতির ব্যক্তির ক্ষয়ে।
জীবনানন্দ দাশ
কিচ্ছু বুঝলাম না। এইবার বুঝেন, সময় আমার মাথাটারে কেমন উল্টায়া পাল্টায় কেমুন যে কইরা ফালাইছে কিছুই কইতে পারতেছি না। এইডা কিন্তু সময়ে দোষ। আমার না।
@স্বপন মাঝি,
এইটা মহা বিজ্ঞানী স্টিফেন হকিং-এর লেটেস্ট মাইর। তিনি বলেন, বিগ ব্যাং এর আগে বা মহাবিস্ফোরনের আগ পর্যন্ত সময় বলে কিছু ছিল না।মহাবিশ্বের শুরুতে সময় স্থির ছিলো। সৃষ্টিটা আপনা থেকেই শুরু; ঈশ্বর ব্যপারটা তাই প্রয়োজনহীন। ছড়াটা ওই ধারনার উপরই হাল্কা করে লেখা।
এখানেই আপনার কবিতার সার্থকতা। দেখুন আপনার কবিতার পরশে আরো নতুন নতুন কবির জন্ম হচ্চে। 🙂
@রাজেশ তালুকদার,
মন্তব্যগুলি সাঙ্ঘাতিক সুন্দর সৃজনশীল আর আনন্দদায়ক হচ্ছে। লেখাটার পাশে আপনাদের সম্মিলিত লেখাও এডিট করে বসিয়ে দিব। চাইলে পুরো লেখাটাই সবাই মিলে এডিট করে দিন, নতুন করে পোস্ট করলেই হয়ত আরো মজা হবে।
টেকি সাফি, সাইফ জুয়েল, কেশব অধিকারী ও রাজেশ তালুকদার আপনাদের দারুণ মন্তব্যগুলোর জন্য বিশেষ ধন্যবাদ। :)) :)) :))
কত নিয়ম নীতির ভড়ং এলো
অনঘ মানুষ কতল হল
@টেকি সাফি,
ব্যাপক মজা পাইতেসি…………। 😀
@কাজী রহমান,
অনঘ মানুষ বলসিলাম :-Y
অনঘ অর্থ নিষ্পাপ, বেকসুর… :/ এইটা একটা বিশেষণ… আপনি এইটারে “অনেক” বানায় দিসেন (N)
@টেকি সাফি,
থুক্কু, মিশ-টেক হইসে, ঠিক কইরা দিতাসি :-X
ফটকা বাজের জন্ম হলো
হদ্দবোকায় ভরে গোলো!
@কেশব অধিকারী, (D)
মহা বাবার ঘুম ভাঙ্গিল 😛
@রাজেশ তালুকদার,
(D)
দারুন ছড়া!!!
সময় যদি থেমেই গেল
গোঁড়ায় গলদ হয়ে গেল,
সৃষ্টির কর্তা বৃথা হোল,
সময় বিনে কিইবা হোল?
দারুন! দারুন!! দারুন!!!
@সাইফ জুয়েল,
(D)
বড় ব্যাঙ্গা=বিগ ব্যাং !!! ওয়াহ হা হা হা হা !!! :lotpot: :lotpot: :hahahee:
:clap :guru:
@টেকি সাফি, (D)