এ জার্নি বাই ট্রেন
আমাদের কৈশোরে ইংরেজি রচনার একটি কমন রচনা ছিল ‘এ জার্নি বাই ট্রেন’। সব রচনা বইতেই প্রায় একই রকমের বর্ণনা ছিল কিছুটা অদল বদল করে কিন্তু আজ আমি এমন একটি ট্রেন জার্নির বিবরণ শুনাব যা আপনি ইতোপূর্বে কখনও শুনেননি এমন কি সভ্য এই পৃথিবীর কেউ কখনও শুনেছি কি না সে বিষয়েও আমার সন্দেহ রয়েছে। নিশ্চয় সেই [...]