(সবাই দেখছি শুধু উৎসর্গ করে চলেছে, আমিই বা বাদ যাই কেন, মুক্তমনা অপরাজিতাদের জন্য তাই, ছিন্নপত্র, সবাইকে শুভ নববর্ষ ২০১২)
ঢাউস বইখানার শিরদাঁড়ার ওই ওপাশে;
চিড়েচ্যাপ্টা কঙ্কাল হয়ে থাকতে চাইনি।
শুষেবাঁচা পরগাছার মত আলসেলতা হয়েও;
জীবনদোলায় দোল খেতে চাইনি খামোখা,
বাতাসকে ভালোবেসে তাই বিচ্ছিন্ন হলাম।
তুমি উদাসী দুঃখসুখ অকারণে অথবা;
স্বয়ংক্রিয় স্বত্বাধিকারে অবজ্ঞা করলে আমাকে।
একান্ত কাছাকাছি ভেসে থাকা আমাকে,
অমনোযোগে হায়; উত্তরাধিকার ভাবলে শুধু,
আকাশকে ভালোবেসে তাই আলাদা হলাম।
দৃশ্যমান আমাকে অদ্ভূত অদৃশ্য ভাবলে,
তুমি; অথবা তোমরা; এড়ানো চোখে?
মুড়মুড়িয়ে আমার গুড়ো হওয়াটাই দেখলে;
আমার অনেক হওয়াটা দেখলেনা, অন্ধহে,
আলোদের ভালবেসে, তাই, ছিন্নপত্র হলাম।
চমৎকার!
ধরা যাক দু-একটা ইঁদুর এবার_
@অরণ্য,
এইবার পেয়েছি :guli:
@কাজী রহমান, আপনার কবিতাটা খুব ভালো লাগল সেই সাথে মন্তব্যগুলোও। ধন্যবাদ, ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল। (F)
@নাজমুল হুদা,
আপনার জন্যও শুভেচ্ছা স্বাগতম, আমি এবং আমাদের পক্ষ থেকে। সাথে থাকুন, লেখা দিন আর মন্তব্য করে করে এক্কেবারে ফাটফাটি করে ফেলুন। (C)
ঠিক তাই। পথে নেমে এলে, পথ চলার সাথি, খুব কি মেলে? তবুও কেউ কেউ পথে নেমে আসে, পথ চলাই যে তার আনন্দ।
কিন্তু এ শুধু পথ চলার আনন্দ নয়, আলোর অভিমুখে কবির নিঃসঙ্গ যাত্রা।
কবিতাটা পড়ে মনে যে ভাবনা, মন্তব্য তা থেকে অনেক দূরে। চমৎকার!
@স্বপন মাঝি,
অদ্ভূত সুন্দর মন্তব্য তো, মন্তব্য ভাবনা থেকে অনেক দূরে; দারুণ। ধন্যবাদ।
শুভ নববর্ষ (D)
@কাজী রহমান,
দৃশ্যমান আমাকে অদ্ভূত অদৃশ্য ভাবলে,
তুমি; অথবা তোমরা; এড়ানো চোখে?
মুড়মুড়িয়ে আমার গুড়ো হওয়াটাই দেখলে;
আমার অনেক হওয়াটা দেখলেনা, অন্ধহে,
আলোদের ভালবেসে, তাই, ছিন্নপত্র হলাম।
এই কবিতা যাদের মনে কোন ভাবনা জাগায়না, তারা একপ্রকার প্রাণহীন জীব।
সুন্দর কবিতাটির জন্যে সিরাজির গুলবাগ থেকে (F) (F) আর ওমর খইয়্যামের পানশালা থেকে (D) (D)
@আকাশ মালিক,
গুলিস্থানের গুল নিলাম
খইয়ামের শায়ের দিলামঃ
করছে ওরা প্রচার, পাবি স্বর্গে গিয়ে হূর পরী;
আমার স্বর্গ এই মদিরা, হাতের কাছের সুন্দরী,
নগদ যা পাস তা’ই ধরে থাক, ধারের পণ্য করিসনে;
দূরের বাদ্য মধুর শোনায়, শুন্য হাওয়ায় সঞ্চারি !
(D)
ঘরে এত সুন্দর একটা ভাবী ফালাইয়্যা আকাশ- বাতাসের ভালোবাসার ছ্যাকা লইলেন! আজি ভাবীরে জানাইতেছি সব 😉
ছ্যাকা লন আর যাই লন কবেতাখানি লিখেছেন জটিল।
@রাজেশ তালুকদার,
কবিতাটা কিন্তু উৎসর্গ করা হয়েছে মুক্তমনা সব কজন মেয়েদের। আমার জানি আমদের মত ওদের বন্ধু সংখ্যাও খুব বেশী নয়। ওরা জ্ঞানের আলোর পরশে উজ্জল।
বিশেষ আর আলাদা করে তাই তাদেরকে ইংরেজী নববর্ষে শুভেচ্ছা। আচ্ছা এত সবের মধ্যে ভাবী আকাশ বাতাস পেলেন ক্যাম্নে রে ভাই, এক্কেবারে মারা গেলাম।
শুভ নববর্ষ (D)
@কাজী রহমান,
নারী পুরুষে কেন এই বৈষম্য ??? :guli:
@অরণ্য,
:))
@অরণ্য,
দুনিয়াটা ভরে গেছে লুলপুরুষে। 🙂
খুব ভাল লাগল চরণদুটি! অর্ন্তচোখের অভাব আমাদের দৃশ্যমানকে দেখতে দেয় না, কাছাকাছি ভেসে থাকাদের দূরে ঠেলে দেয় আর ভাঙনের পেছনের সৃষ্টিকর্মকে সযত্নে আবডাল করে রাখে! আর এভাবেই বুঝি জন্ম হয় ছিন্নপত্রের!
নববর্যের শুভেচ্ছা! তবে জানি না, তা আদৌ পৌঁছুবে কিনা আলোর সাথে মিতালী-রত ছিন্নপত্রের কাছে! 🙂
@কাজি মামুন,
আপনার মন্তব্য দেখে ভালো লাগলো।
আপনার শুভেচ্ছা আপনি জানিয়েছেন, ছিন্নপত্র বা অপরাজিতাদের কাছে; ব্যাস হয়ে গেল। সবাই কি আর উত্তর দেয়?
আলোর সাথে মিতালী-রত ছিন্নপত্রের বদলে যদি ছিন্নপত্রদের বলেন, তাহলে ব্যাপারটা ঠিকঠাক হয়, কি বলেন? :))
আমি আপনার কবিতার একজন বড় অনুরাগী। এ কথাটা জানাতেই আসা। 🙂
@ছিন্ন পাতা,
আমি জানি, আপনার সুন্দর মন্তব্যগুলো দেখলেই বোঝা যায়, অনেক ধন্যবাদ