অন্ধকারের তবু আছে সীমানা …
আমার এখনকার জীবনটা সুমনের এই গানগুলোর লাইনের মতো হয়ে উঠেছে ক্রমশ, জীবন যেন আমাকে নিয়ে মুচকি হাসছে, অর্থপূর্ণ হাসি - কখনো সময় আসে, জীবন মুচকি হাসে ঠিক যেন পড়ে পাওয়া চৌদ্দ আনা। অনেক দিনের পর মিলে যাবে অবসর আশা রাখি পেয়ে যাব বাকি দু'আনা। আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি পড়ে গেছে কোন ফাঁকে [...]