পুরুষ মানুষ দুই প্রকারের – জীবিত আর বিবাহিত

লিখছিলাম আসলে সহিংসতা নিয়ে একটি সিরিজ - 'জীবন মানে যুদ্ধ যুদ্ধ খেলা'। ধুমধারাক্কা সেই সিরিজটিতে সহিংসতার একটি নৃতাত্ত্বিক, সামাজিক বিশ্লেষণ হাজির কারার চেষ্টা ছিলো আধুনিক বিবর্তনীয় মনোবিজ্ঞানের পটভূমিকায়। তিনিটি পর্ব এ পর্যন্ত দেয়া হয়েছে। এটি চতুর্থ পর্ব। তবে সহিংসতা নিয়ে গুতাগুতি করতে গিয়ে দেখি নানা ধরণের আকর্ষনীয় উপাদান উঠে আসছে সহিংসতাকে ঘিরে। বয়সের সাথে যেমন [...]