মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে প্রতিধ্বনি শুনি

মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি চোখ বুজে ভাবি আমি ধরিতে না পারি হাজার পাহাড় আমি ডিঙুতে না পারি হতে পারে কোন যুবতীর শোক ভরা কথা হতে পারে কোন ঠাকুমার রাতের রূপকথা হতে পারে কোন কৃষকের বুক ভরা [...]