তালিবানের উত্থান, পতন ও পুনরুত্থান
তালিবান কারা এবং কেনই বা তাদের নিয়ে এত ভীতি? কোথা থেকে এলো এই তালি*বান এবং তারা কী চায়? বিশ্ব সংবাদের নতুন শিরোনাম তালি*বান, তাই তাদের নিয়ে এই লেখাটি। আপনারা সবাই জানেন তালি*বান শব্দের আক্ষরিক মানে হলো ছাত্র। বিশ্বাস করেন আর নাই করেন তাতে কিছুই যায় আসে না কিন্তু পোশতু ভাষার তালি*বা#ন শব্দটি সারা বিশ্বে আতংকের [...]