কানাডার বেগমপাড়া বিরোধী আন্দোলনের সূচনাপর্ব – ১
২০২০ এর জানুয়ারীর শুরু থেকেই বাংলাদেশে মূলধারার সকল পত্র-পত্রিকায় দেশের আলোচিত ঋণখেলাপী, অর্থপাচারকারীদের বিরুদ্ধে একের পর এক সংবাদ-প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল এসব অর্থপাচারকারীরা আমানতকারীদের টাকা মেরে ব্যাংকগুলোকে পথে বসিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন, সেখানে আত্মগোপন করেছেন। কানাডার বেগমপাড়ায় তারা দামী বাড়ী-গাড়ী কিনে আরামে-আয়েশে, নিরাপদে আছেন। বিভিন্ন খাতে চোরাই অর্থ বিনিয়োগ করে ব্যবস্যা-বাণিজ্য করে বহাল [...]