অফলাইন অর্থাৎ স্বাধীনতা
অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় পৌষ মাসের উত্তুরে হাওয়া বাঙালির জীবনে বনভোজনের আমেজ নিয়ে এসেছে ইতিমধ্যেই। বাঙালি এখন সকালের কুয়াশা সরিয়ে চায়ের কাপ হাতে নিয়ে অপেক্ষা করছে কখন সাইকেলের বেল বাজিয়ে বারান্দায় ছুড়ে দেওয়া হবে খবরের কাগজখানি। তারপর সে মেতে উঠবে ঔপনিবেশিক সংস্কৃতির নস্টালজিয়ায়। কিন্তু ততক্ষণে ক্যালেন্ডার ২০২১ থেকে ২০২২-এ চলে গিয়েছে। একইসঙ্গে তখনই নব্য-ঔপনিবেশবাদ যাকে কিনা সাম্রাজ্যবাদের [...]