আবুল বারাকাত প্রতিহিংসা ও পরিস্থিতির শিকার
অর্থনীতিবিদ আবুল বারাকত অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য প্রচলিত পাঠ্য, নোটবই, এনজিও টাইপের কিছু না লেখেনি। তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পদ ও জনমিতি নিয়ে গবেষণা করেছেন এবং আমাদের সামনে আৎকেওঠার মত তথ্য হাজির করেছেন। তিনি উগ্রবাদ ও মৌলবাদের রাজনীতি-অর্থনীতির নিয়ে কাজ করেছেন এবং এ বিষয়ে ভয়ঙ্কর ও বিপদজনক তথ্য সামনে এনেছেন। তিনি মুক্তিযুদ্ধ [...]