কে বলে নারী রাজাকার ছিল না ?
মার্চ ২৩, ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশ(বাংলাদেশ জাতীয় আরকাইভস এ সংরক্ষিত)পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়, তৎকালীন অর্থ মন্ত্রী তাজউদ্দীন আহমেদ ঢাকার কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে দালাল আইনে গ্রেফতারকৃত মোট ৯ হাজার ৪৯৩ জন আসামী ছিল, যারা কোন না কোন ভাবে দেশের বিপক্ষে গিয়ে পাকীদের গণহত্যায় মদদ যুগিয়েছে। সব চেয়ে আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে ৫০ [...]