আমি কেন নারীবাদী
আমি কেন নারীবাদী? মাঝে মাঝেই আমাকে এধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি যদিও কোনো লেখকের তালিকায় পড়ি না, কারণ এত কম পরিমানে লেখার জন্যে কেউ লেখক হয় না। তারপরেও যতটুকুই লিখেছি তাতে অনেক পাঠকই আমাকে উপরোক্ত প্রশ্নটি করেছেন। কেউ কেউ ফোন করেছেন আমার কণ্ঠ শুনে নিশ্চিত হওয়ার জন্য যে, আমি সত্যি সত্যিই পুরুষ কি-না। কেউ [...]