জঙ্গিবাদের নাট্যমঞ্চ-নোয়াহ হারারি
ফ্রান্সের প্যারিসে শার্লি হেবদো নামে একটি বিদ্রুপাত্মক পত্রিকা অফিসে বন্দুকধারীদের হামলা সন্ত্রাসীদের কোন সামরিক শক্তি নেই বলেই তারা প্রচারণা পাওয়ার জন্য হত্যাযজ্ঞের প্রদর্শনী করে। সন্ত্রাসের জবাব রাষ্ট্র কিভাবে মোকাবেলা করে? স্যাপিয়েন্স গ্রন্থের লেখক ইউভাল হারিরি অতীতের আলোকে মানুষের সম্ভাব্য ভয়ানক ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। সন্ত্রাস শব্দের আক্ষরিক অর্থ হলো একধরণের সামরিক রণকৌশল যার কাজ [...]