মানুষ হবে মানুষ শুধু
"আমি অধম তাই বলিয়া তুমি উত্তম হইবে না কেনো?" ভারতের নাগরিক গণনা বা এনআরসি অনেকের মুখোশ খুলে দিয়েছে। যে দল ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে একটি বিশেষ ধর্মকে সংযোজন করেছিলো, সেই দলের মহাসচিব বিবৃতি দিয়েছেন, " ভারতে ধর্মনিরপেক্ষতা আর রক্ষা করা হচ্ছে না, আমরা উদ্বিগ্ন- মির্জা ফকরুল" ( বিবিসি- ১০ ডিসেম্বর,২০১৯)। কী বুঝলেন? মির্জা ফকরুলরা ধর্মনিরপেক্ষতার পক্ষের [...]