কোরিয়া ১৯৫০: এক কিশোর সৈনিকের স্মৃতিগাঁথা [পর্ব-১]
কোরিয়ান ইতিহাস ঘাটতে গিয়ে বুক-সেলফ এ বইটা পেয়ে যাই হঠাৎ করে। এভাবে এই কাহীনি লিখতে বসবো ভাবার্থ আকারে, ভাবিনি। কিন্তু বসে গেলাম শেষতক। আদৌ শেষ হবে কিনা জানিনা। যতক্ষন শ্বাস, ততক্ষনই তো আশ। তাই শুরু করলাম। দেখা যাক কতোদূর গিয়ে থামতে হয়। কাহীনি পড়তে পড়তে মনে হয়েছে গোটা পৃথিবীর সংগ্রামী মানুষের জীবনালেখ্য প্রায় একই। তাই [...]