আমাদের অস্থির সময় এবং একটি অভিনব বৈজ্ঞানিক তত্ত্ব
(এই রম্যরচনাটি সম্পূর্ণ কাল্পনিক, জীবিত বা মৃত কারও সাথে কোন মিল সম্পূর্ণ কাকতালীয়) প্রিয় দর্শক, আমি শিথিল মর্জিনা, টক্কর টিভির পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই। দেশের এই পরিস্থিতিতে আমরা চলমান ঘটনাগুলোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছি। আমাদের আজকের অতিথি দলকানা পুরস্কার-প্রাপ্ত স্বনামধন্য পদার্থবিদ ডঃ ফাঁপর ভুলভাল, সাথে আরও আছেন প্রাক্তন শপথ-বদ্ধ [...]