নাস্তিকতা, উদাসীন ও নিঃশব্দ মহাবিশ্ব : মহাশূন্যে ছড়িয়ে থাকা প্রশ্নগুলো
আমরা কারা, আমাদের অস্তিত্বের অর্থ কী, সব কিছুর শুরু কীভাবে! ঈশ্বরের ধারণা কোত্থেকে এলো! God Hypothesis নিয়ে প্রাচীন যুগ থেকে দর্শন, ধর্ম এবং ২১শ শতকে বিজ্ঞানীরা যেমন রিচার্ড ডকিন্স, স্টিফেন হকিং, লরেন্স ক্রাউস, মিচিও কাকু অনেক লেখাই লিখেছেন, তবু ইচ্ছে হলো নিজের মত করে আজকে এই বিষয়েই কিছু লিখতে। এই বিষয়ে মুক্তমনা ব্লগে আমার ধারণা [...]