শৈশব কৈশোর ও তারুণ্যের দারুণ সব বইগুলো এবং কাজী আনোয়ার হোসেন
ফারজাহান রহমান শাওন আমার শৈশব, কৈশোর আর তারুণ্যের পুরোটা সময় জুড়ে সহজপাঠ্য আর সহজে পাওয়া যেত এমন সব অনুবাদ ও সম্পাদিত অসংখ্য ক্লাসিক সাহিত্যের বিরাট ভূমিকা রয়েছে। যারা আমার মত ইংরেজিতে বই পড়ে কম আনন্দ পেতো অথবা খটমটে লাগতো তাদের জন্য এসব অনুবাদগুলো ছিল হাতে স্বর্গ পাবার মত। ফেসবুক জুড়ে কাজী আনোয়ার হোসেনকে নিয়ে অনেকের [...]