কেন বুদ্ধিমান মানুষরাও সাম্প্রদায়িক?
ইভান পাভলভ একবার একটি পরীক্ষা করেছিলেন কুকুরের ওপর। তিনি কুকুরকে খাবার দেয়ার পূর্বে প্রতিদিন ঘন্টা বাজাতেন। যখনই কুকুরের সামনে পশুর হাড় রাখা হতো, কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হতো। কিন্তু প্রতিদিন খাবার প্রদান করার পূর্বে ঘন্টা বাজাতে বাজাতে একটা সময়, ঘন্টার আওয়াজ শুনলেই কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হয়, খাবারের স্টিমুলেশন প্রয়োজন হয় না। এটাকে [...]