ঐ নূতনের কেতন ওড়ে
একটা থট এক্সপেরিমেন্ট করা যাক- বাংলাদেশের কোন এক কলেজের স্নাতক শ্রেণী; প্রথম বর্ষের আদুভাই, চাঁদাবাজ, সন্ত্রাসী ছেলেটাকে অনেক চেষ্টার পর বহিষ্কার করা গেছে। তবে, কিছু ফেলু ছাত্র আবার অবিলম্বে ফাইনাল পরীক্ষা দিয়ে নকল করে হলেও পাস করে বেরিয়ে যাওয়ার জোর দাবী তুলেছে; আর বাকিরা চাইছে নিয়মিত ক্লাসে যেয়ে, প্রত্যেক বছরের কারিকুলাম ঠিক মতো শেষ করে, [...]