মেয়ে মানুষের লাশ
লেখক: শ্যামল সোম বহুকাল আগে শ্রদ্ধেয়া কবি লিখেছিলেন, " মেয়ে মানুষের লাশ," আজও মেয়ে মানুষের লাশ ভাসে ঐ দূরে ইচ্ছামতী নদীর জলে, মেয়ে মানুষের নগ্ন লাশ ভাসে জলে, ' বড় হিংস্র মাছেরা খুবলে, খেয়েছে শরীর। ভীড় করে এসেছে নানা বয়সের পুরুষ, নারীরা মাথায় ঘোমটার আড়ালে আড় চোখে চেয়ে ফেলে দীর্ঘশ্বাস, চাপা শ্বাস, ফেলে চলে যায় [...]

