অনন্ত হত্যা: এক অন্তহীন নৃশংসতা, বর্বরতার চুড়ান্ত উদাহরণ
যে তিনটি অনুভুতি মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে থাকে, সেগুলি হলো ভালবাসা, রাগ এবং ঘৃণা। কোন মানুষ কে হত্যা করতে হলে মুলধন হিসেবে যে অনুভুতি লাগে, সেগুলি হচ্ছে রাগ এবং ঘৃণা। মানুষ চিন্তার দিক থেকে জন্মগতভাবে স্বাধীন। যখন কাউকে চিন্তার দিক থেকে সীমাবদ্ধতা তৈরী করে দেওয়া হয়, তখন তার চিন্তা সীমাবদ্ধ না হয়ে বেশিরভাগ [...]