মনে বড় আশা ছিল যাব যেরুজালেম
বাড়ীর পাশে ছেলেদের স্কুল, আর সেই স্কুলের পাশে গীর্জা। গীর্জা আর বলেন না আজকাল অনেকে – চার্চ বলেন। আমি গীর্জাই বলি – যেহেতু খ্রীষ্টধর্ম বঙ্গদেশে আমদানীর কৃতিত্ব পর্তুগীজদের, আর ওদের ভাষাতে আব্রাহামিক খোদার ঘরের নাম গীর্জা, সেই ঘরের খেদমতগারের নাম পাদ্রী, আর খোদার পরে সেই ধর্মের প্রধান পুরুষের নাম যীশু। অনেকটা বঙ্গদেশে ইসলামের আবির্ভাবের সাথে [...]