শুভ জন্মদিন অভিজিৎ রায়
১২ ই সেপ্টেম্বর, অভিজিৎ রায়ের জন্মদিন অভিজিৎ রায় আজ তাঁর বয়স হত ৫০। শুধুমাত্র লিখবার জন্যই তাঁকে হত্যা করা হল ৪৪ বছর বয়স পূর্ণ হবার আগেই। তিনি আর লিখবেন না বটে তবে যা কিছু লিখে রেখে গেছেন সেগুলো হয়ত আমরা পড়ব বারবার, ছড়িয়ে দেব সবার মাঝে। সমাজ থেকে অজ্ঞানতার অন্ধকার ও বিশ্বাসের ভাইরাস [...]