যে রায়ে অভিজিৎদের বাঁচার ও চিন্তার স্বাধীনতা নেই, তা খন্ডিত!
অভিজিৎ হত্যার ৬ বছর। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে অভিজিৎ ও বন্যার ওপর হামলায় অভিজিৎ নিহত হন, বন্যা আহত হন। পত্রিকায় দেখলাম অভিজিত হত্যা মামলার রায় হয়েছে। এতে ৫জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন হয়েছে। সৌজন্য:bdnews24.com [তিনজন রায়ের আগে ও পরে ছিল একই রকম ‘উৎফুল্ল ও উদ্ধত’। তাদের একজন দুই আঙুল তুলে [...]