তুমিহীনতার কোনো যুক্তি নেই
এই লেখাটি একটি হালকা লেখা। রবীন্দ্রনাথকে নিয়ে অনর্থক দীর্ঘস্থায়ী বিতর্ক স্নায়ুর উপর যে চাপ ফেলেছিল তার থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা এটি। এখানে যে মতামত দিয়েছি তা আমার একান্তই ব্যক্তিগত। এর সাথে সবার মতামত মিলতে হবে এমন কোনো কথা নেই। দ্বিমত পোষণের স্বাধীনতা সবারই রয়েছে। লেখাটির পরিকল্পনা করেছিলাম বেশ কিছুদিন আগে। কিন্তু লেখা হয়ে উঠে [...]