আমার জন্য একটু সময় হবে কি?
তোমার মনে একটু জায়গা পাবো কি?
দিন চলে যায়,রাত চলে যায় এমনি করে,
তোমার কথা ভাবতে ভাবতে রাত্রি ভোরে।
তুমিও তো ব্যস্ত বড় জীবন নিয়ে-
কম্পুটার আর লেখাপড়া বিদেশ গিয়ে।
জীবন যে একটাই তা ভাবো কি?
ফাগুন এলে আমন্ত্রনে প্রেমপ্রীতি।
বাড়ী-গাড়ী, ব্যাঙ্ক-ব্যালান্স আর পাজেরো।
জীবন শেষে মরণ এলে ভাবতে পারো?
লাইজু নাহার
আপনার কবিতাটা পড়ে মনে পড়লো। “জীবন এত ছোটো কেনে/ ভালবেসে মিটলো না সাধ/ পুরিল না এজীবনে” – আমার কাছে বইটা(কবি) নেই। এরকমই কিছু একটা ছিল লাইনগুলো।
সত্যি, প্রতিদিনের দারুন প্রয়োজনে চাপা পড়ে যায় সত্যিকারের চাওয়াগুলি। তারপর বহুদিন পেরিয়ে যখন সময় হয় একলা অন্ধকারে নিজেদের মুখোমুখি বসবার, তখন দেবার ও নেবার বেলা আর নেই। সকলই ফুরিয়েছে।
কবিতাটা ভালো হয়েছে। ভালো থাকবেন।
@সুধা,
খুব ভালো লাগলো আপনা মিষ্টিমধুর কথাগুলো!
ভালবাসা নিয়ে কতগান কত কবিতা।
জীববিজ্ঞানীরা যতই ভাবেই ব্যাখ্যা দিকনা কেন!
নীল আকাশে তারার মেলা দেখে চিরকালই প্রেমিক মন গেয়ে উঠবে-
“তারা ভরা রাতে তোমার কথা যে মনে পরে বেদনায়”
আপনাকে ও ধন্যবাদ।
ভালোবাসায় থাকুন