ইউরিকা
ওদের মনে হবে আমরা ভিনগ্রহের ভাষায় বলছি, যেখানে বর্ণমালা ব্যাকরণ যেন অদ্ভুত এক দীর্ঘশ্বাস; বিন্যাস শর্তহীন, একাকার কাঠামো, অনুভবটাই ভাষা, হয়তো, একদিন, ওরা ইউরিকা চিৎকারে মেনে নেবে। ভেবোনা। ভেবোনা একদম। গ্রহান্তরের আগন্তকের মতো, আবছা মতো; আছে কিন্তু নেই এর মত, অধরার মতো, নাটোরের বনলতার মত, জীবনের ভালবাসার মতো, অন্যরকম একটা কিছুর মত, দৃশ্যমান সত্যির মতো, [...]