ভাবতেই ভালো লাগে, আমার ছোঁয়া জোৎস্ন্যারা
ছুঁতে পায় তোমায়। আমার ছোঁয়া সে রোদ্দুর
তোমাতে উষ্ণতা ছড়ায়। রোদ রাত এখনো দুজনার।
জানো, ভাবতেই ভালো লাগে।
মেঘেরা তোমায় জড়ায়, ঝুম বরষার বিশ্রামে
ঘাস-পাতার মাতাল গন্ধ, আজো নাকি ফেরে
দুজনারই ছিলো যেই সব, ছুঁতে পায় তোমায়।
জানো, ভাবতেই ভালো লাগে।
সমুদ্রতে ভালোবাসা ঢেলে সৈকত-আবেগী উচ্চারণে
জল ফেটে শুধালাম, বলো, ভালোবাসা কতখানি বলো?
তুমি আমি বললাম, পৃথিবীর সবটুকু সাগরের জল।
জানো, ভাবতেই ভালো লাগে।
…………………………………
Happy new year.
ভালো লাগলো দাদা।
ওরে দয়াল কাজী দেখি নতুন বছরেও সেই পুরোনো রোগ নিয়ে আছে। মিঠা মিঠা প্রেমের কাব্য প্রসব করে চলেছে। এইবার আমাকে একটা ছ্যাকা খাওয়া তিতা কিছু দিতেই হচ্ছে। প্রেম রোগের অষুধ হতে হবে নিম তিতা।
যদি চাও দেখো খুলে
হাজার আলোর মশাল জ্বেলে
আমার বুকের গহীন তলে
তোমায় দেখার সর্বনাশা ভুলে
জ্বলে আগুন আগুন জ্বলে
হৃদয় নদীর দাহন জলে ।
দেখো তবে নয়ন মেলে
হৃদয় নদীর শোক সলিলে
পুড়ছে সবই খর অনলে
আগুন স্রোতে ঠেলে ফেলে
বন পোড়ানো পুড়িয়ে গেলে
চিতায় এমন কাষ্ঠ ঢেলে ।
ইচ্ছে হলে যেও ভুলে
ছায়ায় ঘেরা বনতলে
মেঘ রাঙানো রাঙা পলে
শিশির ভেজা শিউলি ফুলে
গেঁথে মালা আমার গলে
রোজ পরাতে পূজার ছলে।
@ফরিদ আহমেদ,
হা হা হা হা হিংসুটে ফরিদ; আঙুর ফল টক তাই না? দ্যাখো দাদা সেই বিখ্যাত ‘গোঁফ’ পদ্ধতিতে কিছু হয় নাকি? ছ্যাক ছ্যাক করল কি আর ছোক ছোক কমে? যা করতে হয় তার নাম হোল ‘ভালবাসা’ :guli:
ফাটলেন নাকি ফাটালেন? কি করলেন আসলে?
নতুন বছরের শুরুটা ভালবাসাময় হয়ে উঠল, হে রহমান ভাই!
(Y)
@কাজি মামুন,
ফাটাফাটি ছাড়া আর কিস্স্যু বোঝেনা এই ছেলে ……………… :))
শব্দের অর্থঃ নেড়ে নেড়ে স্ফীত করা; ফেনানো বা ফাঁপানো।
রোদরাত চমৎকার শব্দসৃষ্টি। ভাল লাগল কবিতাটি।
@গীতা দাস,
এই হতচ্ছাড়া কফিটা বানাতেই দেরী হয়ে গেলো (C) :))
সোদা মাটির গন্ধের খুব কাছাকাছি যেতে ইচ্ছে করছে ।
অসাধারন লেগেছে।
@বাউন্ডুলে বাতাস,
অনেক ধন্যবাদ বাউন্ডুলে বাতাস (D)