২০১০ সাল থেকে দীর্ঘ তিনটি বছর পর যুক্তি যে আবার প্রকাশিত হবে তা নিশ্চিৎ ছিলাম না কখনো! অনেকে অনেক প্রশ্ন করেছেন, যুক্তি কবে বের হবে, কি কারণে আটকে আছে? টাকার সমস্যা নাকি অন্যকিছু? কখনো সদুত্তর দিতে পারি নাই। অনেকবার বাধ্য হয়ে ইনিয়ে-বিনিয়ে মিথ্যেও বলেছি। যখন যুক্তি’র জন্য হাতে কোনো লেখা ছিল না, তখনও কারো কারো প্রশ্নের উত্তরে বলেছি, এই তো, সামনের সাপ্তাহে বের হয়ে যাবে, প্রেসে আছে, প্রেসের কাজ তো বুঝেনই, কী ঝামেলার!! নয়তো বলতাম এই তো প্রুফ দেখছি!
কেউ কেউ তো ঠিকই সাপ্তাহখানেক পরে ফোন দিয়ে বলতেন, “ভাই প্রুফ দেখা কবে শেষ হবে! ছাপখানা থেকে কবে ছাড়া পাবে? ছাপখানা তো আর জেলখানা নয় যে জামিন পাচ্ছে না!” আমার তখন নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না!
অবশেষে যুক্তি বের হয়েছে! :guli: :guli:
যুক্তি (সংখ্যা ৪, জুলাই ২০১৩)।
প্রচ্ছদ : আফ্রিদা রোশনী
মূল্য : ১৫০ টাকা, পৃষ্ঠা : ১৭১।
পাওয়া যাচ্ছে :
ঢাকা :
(১) শুদ্ধস্বর, বি-৬, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
(২) মধ্যমা, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
(৩) তক্ষশিলা, ৪১, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
সিলেট :
(১) বইপত্র, রাজা ম্যানশন, (দ্বিতীয় তলা), জিন্দাবাজার, সিলেট।
(২) গ্রিন রুম, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার :
(১) বিধান ভট্টাচার্য/ রাজকুমার সিংহ, সিনিয়র শিক্ষক, উদয়ন সরকারি গার্লস হাই স্কুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
চট্টগ্রাম :
(১) বাতিঘর, প্রেসক্লাব ভবন, জামালখান রোড, চট্টগ্রাম।
খুলনা :
(১) মৃত্তিকা, ১৮, আহসান আহমেদ রোড, খুলনা।
বরিশাল :
(১) ওরিয়েন্টাল বুক ডিপো, সদররোড, বরিশাল।
রংপুর :
(১) প্রমিতি, প্রেসক্লাব মার্কেট, রংপুর।
গাইবান্ধা :
(১) এম এ কাদের, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা।
সূচি
প্রবন্ধ
বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে গ্রন্থ ॥ অজয় রায়
বাংলাদেশে মৌলবাদ ও ধর্মনিরপেক্ষ মানবিকতার ঐতিহ্য ॥ শাহরিয়ার কবির
ওষুধ নিয়ে নয়ছয়! ॥ মুনীরউদ্দিন আহমদ
ভুয়াবিজ্ঞান মেলা চাই! ॥ মনিরুল ইসলাম
বিজ্ঞান ও অপবিজ্ঞান ॥ তানভীর হানিফ
ফ্রয়েড-তত্ত্ব কি বিজ্ঞানসম্মত? ॥ বিরঞ্জন রায়
বিজ্ঞানের আলোয় “হোমিওপ্যাথি” ॥ কাজী মাহবুব হাসান
অনুবাদ
জীবনের সূত্রপাত হলো কিভাবে? ॥ ফ্রান্সিসকো আয়ালা (অনুবাদ : সিদ্ধার্থ)
প্রবন্ধ
হারুন ইয়াহিয়া : চকচক করলেই সোনা হয় না! ॥ অনন্ত বিজয় দাশ
অনুবাদ
হারুন ইয়াহিয়ার “সৃষ্টির মানচিত্র” ॥ ম্যাট কার্টমিল (অনুবাদ : অনন্ত বিজয় দাশ)
ফসিলের আলোয় বিবর্তন ॥ ডোনাল্ড আর প্রোথেরো (অনুবাদ : অভীক দাস)
বাকি পার্ট গুলা ই বুক আকারে পেয়েছিলাম। এতা পাওয়া যাবে না?
@মৃন্ময়,
পাওয়া যাবে । তবে কিছুদিন দেরি হতে পারে।
”যুক্তি” কি অনলাইনে পড়া যায়? অন্তত পুরনো সংখ্যাগুলো? আব্দার রইলো, এবারের সংখ্যা থেকে অন্তত একটি নির্বাচিত লেখা মুক্তমনার পাঠকদের সঙ্গে শেয়ার করা।
জয় হোক! (Y)
@বিপ্লব রহমান,
ধন্যবাদ।
যুক্তি ১ পাওয়া যাবে এখানে http://www.mukto-mona.com/project/2007books/yukti/index.htm
যুক্তি ২ এখানে http://www.mukto-mona.com/project/yukti/2nd_issue/index.htm
যুক্তি ৩ এখানে https://www.facebook.com/groups/432326233511046/461781647232171/
@বিপ্লব রহমান,
ধন্যবাদ।
যুক্তি ১ পাবেন এখানে
বা এখানে
যুক্তি ২ পাবেন এখানে
বা এখানে
যুক্তি ৩ পাবেন এখানে
পড়ে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এখানে
অভিনন্দন! যুক্তির চতুর্থ সংখ্যা মুক্তি পাওয়ার খবরটা শুনে ভাল লাগছে। বাতিঘর থেকেই সংগ্রহ করতে হবে।
আশা করি পঞ্চম সংখ্যার কাজ শীঘ্রই শুরু হবে।
@গীতা দাস,
দিদি তো বোধহয় এখন চট্টগ্রামে! অনেক দিন কথা হয় না আপনার সঙ্গে। ভালো আছেন নিশ্চয়ই।
বাতিঘরে আছে যুক্তি।
ভাইয়া, ঈশ্বরদীতে পাওয়ার কোন উপায়?
@নেমু,
ঈশ্বরদীতে আমাদের পরিচিত কোনো লাইব্রেরি নাই। আপনার পরিচিত থাকলে ঠিকানা জানান। লাইব্রেরির নামে কুরিয়ার করে দিবো। অথবা আপনি ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে চাইলে ঠিকানা আর মোবাইল নাম্বার এখানে http://www.facebook.com/jukti.SRC ম্যাসেজ করে দিয়ে দিন। আপনার ঠিকানায় কুরিয়ার করা হবে।
আমি যুক্তি’র ৪র্থ সংখ্যাটি পড়েছি। ছোটকাগজটি আমার খুব ভালো লাগলো। আমার সম্পাদিত ‘অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা’র আগস্ট মাসে প্রকাশিতব্য সংখ্যায় চতুর্থ সংখ্যা যুক্তি’র ওপর একটি আলোচনা প্রকাশিত হবে। অনুপ্রাণন পাওয়া যায়, অনুপ্রাণন, বি-৬৪, কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, ঢাকা।
@আবু এম ইউসুফ,
অনেক ধন্যবাদ আপনাকে। আগ্রহবোধ করছি আপনার অনুপ্রাণনের জন্য। সংগ্রহ করবো নিশ্চয়ই।
@অনন্ত বিজয় দাশ,
ফেইসবুকে তোমার স্টেটাসটা দেখলাম আর নির্বাক বহুক্ষণ নির্লিপ্ত নয়নে তাকিয়ে রইলাম কোন দিকে জানিনা। বোধ হয় হারিয়ে গিয়েছিলাম সিলেটের কোথাও। তুমি যে জায়গা গুলোর নাম উল্লেখ করলে, হায়! সেই সারদা হল, রিকাবি বাজার, চৌহাট্টা। তোরা সবাই ছিলে আমি নেই কেন?
যুক্তির এই সংখ্যাটি যোগাড় করে পড়বো। ভাল থেকো, সাবধানে থেকো।
@আকাশ মালিক,
ওই জায়গাগুলো সিলেটের প্রাণ। ওইখানে আমার জন্ম, বেড়ে উঠা, চলাফেরা। আমার নিঃশ্বাস, প্রশ্বাস, ঘাম সবই লেগে আছে সিলেটের এই স্থানগুলোয়।
যুক্তি’র এই সংখ্যার একটা কপি আপনার হাতে তুলে দিতে পারলে খুব খুশি হতাম আমি।
@অনন্ত বিজয় দাশ, আপনাকেও ধন্যবাদ।