২০১০ সাল থেকে দীর্ঘ তিনটি বছর পর যুক্তি যে আবার প্রকাশিত হবে তা নিশ্চিৎ ছিলাম না কখনো! অনেকে অনেক প্রশ্ন করেছেন, যুক্তি কবে বের হবে, কি কারণে আটকে আছে? টাকার সমস্যা নাকি অন্যকিছু? কখনো সদুত্তর দিতে পারি নাই। অনেকবার বাধ্য হয়ে ইনিয়ে-বিনিয়ে মিথ্যেও বলেছি। যখন যুক্তি’র জন্য হাতে কোনো লেখা ছিল না, তখনও কারো কারো প্রশ্নের উত্তরে বলেছি, এই তো, সামনের সাপ্তাহে বের হয়ে যাবে, প্রেসে আছে, প্রেসের কাজ তো বুঝেনই, কী ঝামেলার!! নয়তো বলতাম এই তো প্রুফ দেখছি!

কেউ কেউ তো ঠিকই সাপ্তাহখানেক পরে ফোন দিয়ে বলতেন, “ভাই প্রুফ দেখা কবে শেষ হবে! ছাপখানা থেকে কবে ছাড়া পাবে? ছাপখানা তো আর জেলখানা নয় যে জামিন পাচ্ছে না!” আমার তখন নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না!

অবশেষে যুক্তি বের হয়েছে! :guli: :guli:

যুক্তি (সংখ্যা ৪, ২০১৩)

যুক্তি (সংখ্যা ৪, জুলাই ২০১৩)।

প্রচ্ছদ : আফ্রিদা রোশনী

মূল্য : ১৫০ টাকা, পৃষ্ঠা : ১৭১।

পাওয়া যাচ্ছে :
ঢাকা :
(১) শুদ্ধস্বর, বি-৬, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
(২) মধ্যমা, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
(৩) তক্ষশিলা, ৪১, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।

সিলেট :
(১) বইপত্র, রাজা ম্যানশন, (দ্বিতীয় তলা), জিন্দাবাজার, সিলেট।
(২) গ্রিন রুম, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।

শ্রীমঙ্গল, মৌলভীবাজার :

(১) বিধান ভট্টাচার্য/ রাজকুমার সিংহ, সিনিয়র শিক্ষক, উদয়ন সরকারি গার্লস হাই স্কুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

চট্টগ্রাম :
(১) বাতিঘর, প্রেসক্লাব ভবন, জামালখান রোড, চট্টগ্রাম।

খুলনা :
(১) মৃত্তিকা, ১৮, আহসান আহমেদ রোড, খুলনা।

বরিশাল :
(১) ওরিয়েন্টাল বুক ডিপো, সদররোড, বরিশাল।

রংপুর :
(১) প্রমিতি, প্রেসক্লাব মার্কেট, রংপুর।

গাইবান্ধা :
(১) এম এ কাদের, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা।

সূচি

প্রবন্ধ
বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে গ্রন্থ ॥ অজয় রায়
বাংলাদেশে মৌলবাদ ও ধর্মনিরপেক্ষ মানবিকতার ঐতিহ্য ॥ শাহরিয়ার কবির
ওষুধ নিয়ে নয়ছয়! ॥ মুনীরউদ্দিন আহমদ
ভুয়াবিজ্ঞান মেলা চাই! ॥ মনিরুল ইসলাম
বিজ্ঞান ও অপবিজ্ঞান ॥ তানভীর হানিফ
ফ্রয়েড-তত্ত্ব কি বিজ্ঞানসম্মত? ॥ বিরঞ্জন রায়
বিজ্ঞানের আলোয় “হোমিওপ্যাথি” ॥ কাজী মাহবুব হাসান

অনুবাদ
জীবনের সূত্রপাত হলো কিভাবে? ॥ ফ্রান্সিসকো আয়ালা (অনুবাদ : সিদ্ধার্থ)

প্রবন্ধ
হারুন ইয়াহিয়া : চকচক করলেই সোনা হয় না! ॥ অনন্ত বিজয় দাশ

অনুবাদ
হারুন ইয়াহিয়ার “সৃষ্টির মানচিত্র” ॥ ম্যাট কার্টমিল (অনুবাদ : অনন্ত বিজয় দাশ)
ফসিলের আলোয় বিবর্তন ॥ ডোনাল্ড আর প্রোথেরো (অনুবাদ : অভীক দাস)