পথ হারা পাখী- – –
এটা আমার লেখা নয়। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের আমার প্রাক্তন সহকর্মী অধ্যাপক সিরাজ আহমেদ আমাকে ইনবক্স করেছেন এটি। মুক্তিযুদ্ধে নিহত হাবিবের মায়ের মত শত মায়ের ক্রন্দন আছে এই লেখায়। হাবিবের মা এসেছিলেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে হাবিবের গায়ের গন্ধ, শ্বাস-প্রশ্বাস খুঁজতে। যে কক্ষে হাবিব থাকত সেই কক্ষের প্রতিটি জিনিষ স্পর্শ করতে। হাবিবকে তিনি পেয়েছেন। আর পেয়েছেন সিরাজের মাঝে হাবিবকে। [...]