ইসলামের নৈতিক শিক্ষা ও মানব সভ্যতা
মুসলমানদের মধ্যে সব চাইতে স্ববিরোধিতা প্রকাশ পায় একটা ঘটনায়। তারা যে সব দেশে সংখ্যা গরিষ্ঠ সে সব দেশকে আল্লাহ প্রদত্ত ইসলামী শিক্ষার মাধ্যমে উন্নত না করে, যে সব দেশ তাদের ভাষায় ইহুদি, নাসারা, কাফেরদের দেশ যারা অর্থনৈতিকভাবে বিপুল উন্নতি করেছে সেসব দেশে অকাতরে স্থায়ী ভাবে চলে যেতে চায়। আজ যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া এসব দেশের [...]