ইউরোপের ডাইনীদের কথা
লাঠিতে ভর করে এক বুড়ী ঘর থেকে বেড়িয়ে এল। ভয় পেয়ে হ্যানস্ আর গ্রিটের হাত থেকে জিনিস মাটিতে পড়ল।বুড়ী মাথা নেড়ে বলল-“সোনামণিরা কোথা থেকে এসেছ”? ভিতরে আস আমি তোমাদেরথাকতে দেব। আসলে সে ছিল ডাইনী।বাচ্চাদের ধরে রান্না করে খেত। আর সেদিনটা ছিল তার মহাউতসব! এটা জার্মানির গ্রিম ব্রাদারদের রুপকথা। এরকম অনেক গল্প তারা লোকগাঁথা থেকে সংগ্রহ [...]