অভিজিত -“স্বপ্নের অগ্রদূত”
বন্যা আহমেদ -“ম্যাডাম এবারে মাফ করে দেন”-
ফরিদ আহমেদ -“আমার ব্যাথার পূজা হয়নি সমাপন..”
আদিল মাহমুদ -“বিদ্রোহী রণক্লান্ত”
আতিক রাঢ়ী -“আমি বাংলার গান গাই”
বিপ্লব পাল -“আতেঁল নিমপাতা”
পথিক -“স্মার্ট বিজ্ঞানী”
ব্রাইট স্মাইল -“কাঠ বাদাম”
গীতা দাস -“আমি নারীবাদী”
আফরোজা আলম -“আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল”
তানভী -“মিলন হবে কতদিনে”-
আকাশ মালিক -“রোমান্টিক হুজুর”
আনাস -“হুজুর মুক্তমনা”
স্বাধীন -“আমি মুক্ত”
কেয়া রোজারিও -“আমি হরর ফিল্মের ভক্ত”
মামুন -“আনন্দ লোকে মঙ্গলআলোকে”
অবরুদ্ধ সকাল -“সকাল বেলার পাখি”
রায়হান আবীর -“ব্যস্ত কর্মী”
বিজয় -“হাতের মুঠোয় বিশ্বব্রহ্মান্ড”
আবুল কাশেম -“ইসলামী রঙ্গ”
বিপ্লব রহমান -“মানবতাবাদী”
সাইফুল -‘ভাত দে হারামজাদা নইলে….”
মুহাইমীন -“ক্ষুদে কবি”
একা -“কামসূত্র”
মাহফুজ -“ভাইছাব কিছু মনে লইয়েন না”
বকলম -“ন্যাচারাল হিরো”
আবিদ -“আমেরিকা!আমেরিকা!”
মইনুল রাজু -“হৃদয়ভরা আলোর নাচন”
আগন্তক -“ক্ষ্যাপা কমরেড”
লাইজু নাহার -“দিতে হবে ভাষা, ধ্বনিয়া তুলিতে হবে আশা”
সৈকত চৌধুরী -“মন মোর মেঘের সঙ্গী”
শিক্ষানবিস -“বায়োফিকশনিস্ট”
ইরতিশাদ -“সুপার ট্রান্সলেটার”
পৃথিবী -“বিবর্তন শুধু বিবর্তন”
ধ্রুব -“বিজ্ঞানের গান গাই”
অনন্ত বিজয় দাশ -“লেট দেয়ার বি লাইট”
স্নিগ্ধা -“তুমি কোন কাননের ফুল”
নন্দিনী -“উইমেন পাওয়ার”
প্রদীপ দেব -“মহাজ্ঞানী মহাজন যে পথে…”
ফুয়াদ -“আমি কোন কথা যে বলি,কোন পথে যে চলি..”
শাফায়েত-”গুড বয়”
ভবঘুরে-”আমি এক যাযাবর”
পরিমল মজুমদার-”দেশের কথা”
নাস্তিকের ধর্মকথা-”আরজ আলির গবেষক”
সবার অনুরোধে খেতাব গুলো দিলাম।
কেউ বাদ পরে থাকলে ক্ষমাপ্রার্থী!
কেউ সিরিয়াসভাবে নেবেন না।
একটু হাসি ঠাট্টা করলাম এই!
আমার নাম কেউ দিতে যাবেন না প্লিজ!
বাহ! চমতকার লাগল আপনার দেওয়া খেতাবগুলো । যথার্থ হয়েছে 🙂 :yes:
@নন্দিনী,
জেনে ভাল লাগল।
ধন্যবাদ! :rose2:
সত্যি অসাধারন লাগছে লাইজু নাহারের লেখাটার মাধ্যমে সবার এমন সতঃস্ফুর্ত আনন্দঘন মিলনকে। লাইজু নাহারকে অনেক ধন্যবাদ এমন একটা চমৎকার পরিবেশ সৃষ্টির জন্য।
@সাইফুল ইসলাম,
আপনাকেও অনেক ধন্যবাদ,
আনন্দ পাওয়ার জন্য। :rose2:
১০ এপ্রিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ছোটদের জন্যে ম্যাগাজিন টুন টুন টিন টিন এর প্রথম পাতায় বিভিন্ন নববর্ষের কথা লিখেছে । যেমনঃ নওরোজ হল ইরানী নববর্ষ, টেট গুরান ডান হল ভিয়েতনামের নববর্ষ, শুগাতসু হল জাপানী নববর্ষ আর দিওয়ালি হল হিন্দু নববর্ষ। বিষয়টি বুঝিনি। এর ইতিহাসও জানিনা।
এ বিষয়ে কারো কাছে তথ্য উপাত্ত থাকলে জানাবেন।
পাঠক হিসাবে মুক্তমনার প্রায় সব লেখক ই আমার প্রিয়। এক জন প্রিয় লেখক এর নাম না থাকায় মন খারাপ হয়ে গেল। নাস্তিকের ধর্মকথার কথা বলছিলাম।
আমারটা ভালা পাইছি :yes: তয় আমি এইটা বলতে পারি, ডারউইনের কারণে আমার জীবনে যে পরিবর্তন ঘটছে অনটোলজিক্যালি সেইটা সলটেশনের চাইতে কোন অংশে কম না 😀
@পৃথিবী,
লেইখ্যা ফেলাও!! বয়া আছো কার লিগা!!! 😀
ন্যাচারাল হিরো? হা হা হা।
আফা, কষ্ট কইরা এই কথাটা যদি আমার বাপেরে একবার বুঝাইতে পারতেন। ভালা হইত।
উনার ধারনা আমি একটি উচ্চ শ্রেণীর বলদ।
জেবনে কেউ হিরু কইল। এই আনন্দ রাখপ কোতায়?
@বকলম,
ভাই নিজের ওপর বিশ্বাস রেখে হিরোর মত চলবেন।
বাবা হিরো মানতে বাধ্য!
ভালো থাকুন!
একটি রিভিউ
অভিজিত -“স্বপ্নের অগ্রদূত”…………………………………তথাস্তু।
বন্যা আহমেদ -“ম্যাডাম এবারে মাফ করে দেন”-……………মতান্তরের সুযোগ সিমীত।
ফরিদ আহমেদ -“আমার ব্যাথার পূজা হয়নি সমাপন”…………সেটাতো বোঝাই যায়।
আদিল মাহমুদ -“বিদ্রোহী রণক্লান্ত……………………………কোনদিন হবনাকো শান্ত।
আতিক রাঢ়ী -“আমি বাংলার গান গাই…………………… County road..take
বিপ্লব পাল -“আতেঁল নিমপাতা”………………………….. ইউনানী গুনে ভরা।
পথিক -“স্মার্ট বিজ্ঞানী”…………………………………..খুব স্মার্ট।
ব্রাইট স্মাইল -“কাঠ বাদাম”……………………………..খুব সাবধানে কাটতে হয়।
গীতা দাস -“আমি নারীবাদী”……………………………..আগে আরো বেশী ছিলাম।
আফরোজা আলম -“আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল”………শ্রোতার কোন অভাব নেই।
তানভী -“মিলন হবে কতদিনে”-…………………মাথাটা চৌ্চির হবার আগে হওয়া চাই।
আকাশ মালিক -“রোমান্টিক হুজুর”………………একদিন নবী মোস্তফায়, রাস্তাদিয়া হাইটা যায়——-আমারে দেখলে কেনু জানি মুখ লুকায়।
আনাস -“হুজুর মুক্তমনা”…………………………গোবরে পন্মফুল।
স্বাধীন -“আমি মুক্ত”……………………………..আপনারাও মুক্তহোন।
কেয়া রোজারিও -“আমি হরর ফিল্মের ভক্ত”…………কেনু ?
মামুন -“আনন্দ লোকে মঙ্গলআলোকে”………………এসে করি স্নান।
অবরুদ্ধ সকাল -“সকাল বেলার পাখি”………………সবার আগে উঠি।
রায়হান আবীর -“ব্যস্ত কর্মী” ………………………আমাদের ভবিষ্যৎ।
বিজয় -“হাতের মুঠোয় বিশ্বব্রহ্মান্ড”…………………অতো সোজা না, ওজন আছে।
আবুল কাশেম -“ইসলামী রঙ্গ” ……………………বেবাক ফাঁস কইরা দিব।
বিপ্লব রহমান -“মানবতাবাদী” ……………………বিরল প্রজাতী।
সাইফুল -‘ভাত দে হারামজাদা নইলে….” ………… তোরে নিয়াও লিখব।
মুহাইমীন -“ক্ষুদে কবি” …………………………একদিন বড় হব…অনেক দূরে যাব।
একা -“কামসূত্র” ……………………………….কেনু ?
মাহফুজ -“ভাইছাব কিছু মনে লইয়েন না” …………আমি তো প্রেমে পড়েছি।
বকলম -“ন্যাচারাল হিরো”………………………সুপার ন্যচারাল।
আবিদ -“আমেরিকা!আমেরিকা!” …………………কলম্বাসের ভুল।
মইনুল রাজু -“হৃদয়ভরা আলোর নাচন” …………তোরা দেখবি কে কে আয়।
আগন্তক -“ক্ষ্যাপা কমরেড” ………………………দুনিয়ার নাস্তিক এক হও।
লাইজু নাহার -“দিতে হবে ভাষা, ধ্বনিয়া তুলিতে হবে আশা”…………ও নদী আপন বেগে পাগলপারা।………
কেউ বানানের ভুল ধরবেন না। আমি অপিসে, এখানে অভিধান নেই।
@আতিক রাঢ়ী, :lotpot:
@আতিক রাঢ়ী,
রিভিউটাও খুবই দারুন হয়েছে, বলেছিলামনা হাসি ঠাট্টা জমবে ভালো। যাক চলছে ভালই।
@আতিক রাঢ়ী,
তবে আকাশ মালিকেরটা সবচয়ে মজার -“রোমান্টিক হুজুর”………………একদিন নবী মোস্তফায়, রাস্তাদিয়া হাইটা যায়——-আমারে দেখলে কেনু জানি মুখ লুকায়। :laugh:
আগন্তকেরটাও -“ক্ষ্যাপা কমরেড” ………………………দুনিয়ার নাস্তিক এক হও।
@আতিক রাঢ়ী,
ওলো সই, ওলো সই / তোদের এত কী যে আছে বলার
ভেবে অবাক হই।
কৈফিয়ত- হয়তো আপনার কোন মন্তব্যে রিসপন্স করি নাই। তার কারণ অবজ্ঞা বা অবহেলা মোটেই নয়। প্রথম কারণ, ফ্রন্ট পেইজে অন্যান্য সদস্যের মন্তব্য বেশীক্ষণ থাকার সুযোগ দেয়া। দ্বিতীয় কারণ, দেবো দেবো করে সময়ের অভাবে অনেক দেরী হয়ে যায়।
@ তানভী,
লালন মরেছে জল পিপাসায় থাকতে নদী মেঘনা। দুনিয়ায় এখনো মেয়ের আকাল পড়ে নাই, তুমি তৃষ্ণা নিয়ে মরতে যেওনা। তোমার উপর রোমান্টিক হুজুরের দোয়া রইলো। আল্লাহপাক তোমাকে বেহেস্তের ৭০টি হুর-পরীর রূপ যৌবন একত্রিত করে একটি বঙ্গ-ললনা দিয়ে দিক। আমীন, ছুম্মা আমীন।
@আকাশ মালিক,
দূঃখ হচ্ছে, রোমান্টিক হুজুরের সাথে ঠিক বয়সে মোলাকাত হয় নাই বলে।
অনেক কিছু শেখার ছিল 🙁
@আদিল মাহমুদ,
আপনাকে এই ঠিকানায় [email protected] ই-মেইল করেছি। আশা করি এই ঠিকানায় উত্তর দিবেন [email protected]
@আকাশ মালিক,
অবশ্যই। ঐ মেল রেগুলার চেক করি না, করে জানাবো।
ধণ্যবাদ।
@আকাশ মালিক,
আমার মনে হয় আপনি ভুল বুঝেছেন্, মানে তিনি বলেছেন আপনার প্রচন্ড প্রতাপে নবী মোস্তফাও আপনার সামনে দিয়ে যেতে ভয় পান… পাছে আপনি তার কোন কীর্তি(?) ফাঁস করে দিতে জনসমাবেত করেন তাই। …তাই নবী মোস্তফা রাস্তা দিয়ে হাটার সময় আপনারে দেখতে পেয়ে যেন মুখ লুকান।
কি রাঢ়ী আঙ্কেল, ঠিক বলি নাই…? (ভুলও হইতে পারে; আফটার অল মানুষের মন আর গহীন বন একই কথা, এর তল খুজে পাওয়া কঠিন। তাই কথার পাঠোদ্ধার করাও একটু কঠিন হয়ে যায়। 🙂 )
@মুহাইমীন,
ঠিক, ঠিক একদম ঠিক। আমিতো চিন্তায় পড়ে গিয়েছিলাম, এই ভেবে যে হয়তো ভাব ঠিকমত প্রকাশ পায়নি। আপনি যাহেতু বুঝেছেন মানে ভাব আংশিক হলেও প্রকাশ করা গেছে।
আর শোনেন আমার এত বড় দামড়া ভাতিজা নাই। আমারে আরেকবার চাচা ডাকলে রক্তারক্তি হয়ে যাবে বলে দিলাম। :-X
@আতিক রাঢ়ী,
আপনের থেকে শিক্ষা নিলাম।
এইবার থেকে আমারেও চাচা মামা ডাকলে খবরই আছে।
@আদিল মাহমুদ,
এইটা রীতিমত অন্যায়!!! আপনারে স্বীকৃত মামা বানায়া দেয়ার পর এই আচরণ গ্রহনযোগ্য নয়!! এই লজ্জাজনক কাজের তীব্র নিন্দা জানাই ও ক্ষোভ প্রকাশ করি!! :guli:
মামা ডাকার অধিকার থেইক্যা বঞ্চিত কইরা আমাদের এতিম বানায়া দিবেন না!!! 😥
@মুহাইমীন,
আমি এ রকম ভাষার ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি :guli: :guli: :guli: ।
আমি সেই সেদিনকার হাফপ্যান্ট ছাড়া পোলা ( মানে এখন আর হাফ পড়ি না থ্রী কোয়ার্টার দিয়েই চালাই ) ।
সুতরাং এটা আমার একপর্যায়ের মানবিক অধিকার সকল আঙ্কেলকে আঙ্কেল বলা। ধন্যবাদ। :-*
@আতিক রাঢ়ী,
আপনার রিভিউ চমতকার!
ধন্যবাদ! :rose2:
@লাইজু নাহার,
“যাহাদের সৃজনশীল কিছু করিবার ক্ষমতা নাই, তাহারা রিভিউ-টিভিউ করিয়াই বাঁচিয় থাকে।”
আপনাকেও শুভেচ্ছা। :rose2:
@আতিক রাঢ়ী,
ভাই লজ্জা পেলাম!
সব বাঙালিই কম বেশি সৃজনশীল!
আপনিও কম না।
ভাল থাকুন।
@আতিক রাঢ়ী,
রিভিউটাও চমৎকার হয়েছে।
@স্বাধীন,
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
অনেক শুভেচ্ছা।
কি করে যে বেঁচে গেলুম!!!!!
চমৎকার!!
আমার কিন্তু ‘ভুদূ’ টাই পছন্দ হইসিল!! “হৃদয়ের কথা বলিতে ব্যাকুল”!!! আমারে ”মিঃ মজনু” বানানোর তীব্র প্রতিবাদ জানানো যাচ্ছে!!!
যাই হোক, অভিজিৎ ভাইয়েরটা একদম ঠিক হয় নাই। উনার টা আমি দেই। 😀 (ক্ষমা প্রার্থনাপূর্বক)
অভিজিৎ ভাইয়া = বেকুব সর্দার!! 😛
আর কারোটা নিয়া তেমন একটা দ্বিমত নাই। 🙂
আগন্তক দার নামটা আমার কাছে মজার লেগেছে, তবে আমার নামটা দেখে আমি ভীষণ লজ্জা পেয়েছি। কারণ কবিতা তো দূরে গিয়ে মরুক আমার দ্বারা আজ পর্যন্ত কোন অর্থযুক্ত স্বার্থক শব্দগুচ্ছ বের হয়েছে কিনা সন্দেহ…
যাই হওউ খেতাব একটা পেয়েছি তাতেই যেন নিজেকে কেমন হনু হনু মনে হচ্ছে, 😀 😀 , খুবই পুলকিত এ ব্যাপারে।
তবে ক্ষুদে শব্দটা আমার জন্য একেবারে যথার্থ হয়েছে কারণ আমার বয়স মুক্তমনার অধিকাংশ সদস্যের হাটুর সমান 🙂 ।
তবে মুক্তমনার কিছু গুরুত্বপূর্ণ সদস্যের নামকরণের অনুপস্থিতি লক্ষণীয়, এদিকটায় লেখিকার খেয়াল রাখা উচিত।
আমি মনে করি এ ধরনের উদ্দোগ এ রকম সামাজিক অন্দোলন-সম্পর্কিত ব্লগের সকল সদস্যদের এক প্রকার অনাবিল উৎসাহের উৎস হিসেবে কাজ করে। তাই উদ্দোক্তার অবশ্যই একটি লাল গোলাপের শুভেচ্ছা প্রাপ্য :rose2: ।
@মুহাইমীন,
হাঁটুর সমান লোকে এমন সিরিয়াস প্রোফাইল ছবি দেন কেন?
@আদিল মাহমুদ,
সিরিয়াস…? প্রফাইল ছবিতে সিরিয়াসনেসের কিছু দেখলাম না তো…
আমি আমার খেতাবে চরম আনন্দিত। নামকরন মনে হয় পুরাই স্বার্থক। কারন আমাদের একজন সদালাপী ভাই দেখলাম আমাকে রীতিমত বামপন্থী লোক হিসেবে সম্মানিত করেছেন (যদিও বামদের নিয়ে আমার কোনই উতসাহ নেই, ইহজীবনেও মার্ক্স এংগেলস এদের নিয়ে কোনরকম উতসাহ বোধ করিনি)। বাম শব্দটা শুনলেই কেমন যেন একটা বিপ্লবী বিপ্লবী ভাব এমনিতেই চলে আসে।
“নবজাতকের সুন্দর নাম” টাইপের “মুক্তমনাদের সুন্দর নাম” শিরোনামের একটা ই-বুক সংকলন করা যেতে পারে।
সবাই মিলে লেখিকার নাম দিলে কেমন হয়?
@আদিল মাহমুদ,
ভাল বলেছেন আদিল।
লাইজু নাহারকে ধন্যবাদ সবার সুন্দর সুন্দর খেতাব দেওয়ার জন্য। ফরিদ ভাইয়ের সাথেও একমত। এই ভিন্ন লেখাগুলো মুক্তমনার জন্য স্নিগ্ধ এক পরশ। জারি থাকুক এক লেখা।
তবে সবার নামের লিস্ট দেখার আগে ভাবিনি মুক্তমনার আসলে লেখকের সংখ্যা এত কম। আমি এসেছি বেশিদিন হয়নি। আমার পরে অনেকেই এসেছেন। তাহলে চিন্তা করছি আমি যখন শুরু করেছি তখন তাহলে হাতেগুনা কয়েকজন ছিল মাত্র। মুক্তমনার মান, বৈচিত্র ও পরিবেশ বজায় রাখি আমরা। আশা করি মুক্তমনায় আরো লেখকের আগমন ঘটবে। মুক্তমনার জয় হোক।
@স্বাধীন,
লেখকের সংখ্যা দিয়ে খুব বেশী কিছু এসে যায় না। ভাল লেখক অল্প কজনই যথেষ্ট হতে পারে।
তবে পাঠকের সংখ্যা অবশ্যই গুরুত্বপূর্ন।
@আদিল মাহমুদ,
আমিতো পাঠক, তাই পাঠকের সংখ্যাটা গুরুত্বপূর্ন জেনে ভালো লাগছে। ধন্যবাদ।
যে কোন কম্যুনিটি ব্লগেই এই ধরনের হালকা মেজাজের পোস্টগুলোর গুরুত্ব অপরিসীম। ব্লগের সকল সদস্যদের মধ্যে একধরনের আন্তরিকতার বন্ধন গড়ে উঠে এগুলোর মাধ্যমে। মুক্তমনার জন্য এটার গুরুত্বতো আরো বেশি। যে কোন কারণেই হোক না কেন, অন্য সব ব্লগের মত মিথস্ক্রিয়া এখানে হয় না। লাইজুর এই পোস্টের মাধ্যমে মুক্তমনার সদস্যরাও সেই মিথস্ক্রিয়ার দিকে আরো এগিয়ে যাবেন হবে সেই আশাবাদই রইলো। ধন্যবাদ লাইজু আপনাকে এধরনের একটি উদ্যোগ নেবার জন্যে।
খেতাবের ক্ষেত্রে বেশির ভাগই দুর্দান্ত এবং সঠিক হয়েছে। দুই একটা অবশ্য বুঝতেই পারিনি কেন তারা সেই খেতাব পেলো। যেমন, ক্যাথেরীনার খেতাব। আমারটাও কিছুটা দুর্বোধ্য লেগেছে আমার কাছে। যাইহোক, এটা নিয়ে ঘ্যানঘ্যান করার কোন যুক্তি নেই। খেতাব যে পেয়েছি সেটাইতো অনেক বড় কথা। কাজেই মাথায় তুলে নিলাম। শুধু ব্যথা বানানটা ঠিক করে দিতে হবে এই যা।
আর কেউ কেউ বাদ গিয়েছে তাদেরকেও একটা করে খেতাব দিয়ে দিন। বিশেষ করে স্নিগ্ধা, ইরতিশাদ ভাই, সৈকত চৌধুরী, পৃথিবী, অনন্ত বিজয়, নন্দিনী, ফুয়াদ, প্রদীপ দেব আর শিক্ষানবিশের বাদ পড়াটা উচিত হয়নি কিছুতেই।
@ফরিদ আহমেদ,
আপনাকেও অনেক ধন্যবাদ!
আপনার প্রতিটি লেখাই আমি পড়ি।
প্রায় প্রতিটি লেখাতেই বেহালার করুণ সুর কানে বাজে! তাই!
সবার নাম মনে করতে পারছিলাম না। তাই দেরীতে।
সৈকত চৌধুরী -“মন মোর মেঘের সঙ্গী”
শিক্ষানবিস -“বায়োফিকশনিস্ট”
ইরতিশাদ -“সুপার ট্রান্সলেটার”
পৃথিবী -“বিবর্তন শুধু বিবর্তন”
ধ্রুব -“বিজ্ঞানের গান গাই”
অনন্ত বিজয় দাশ -“লেট দেয়ার বি লাইট”
স্নিগ্ধা -“তুমি কোন কাননের ফুল”
নন্দিনী -“উইমেন পাওয়ার”
প্রদীপ দেব -“মহাজ্ঞানী মহাজন যে পথে…”
ফুয়াদ -“আমি কোন কথা যে বলি,কোন পথে যে চলি..”
@লাইজু নাহার,
নাস্তিকের ধর্মকথা সাহেব কি বাদ পড়ে গেলেন?
@আদিল মাহমুদ,
নাস্তিকের ধর্মকথা-“আরজ আলির গবেষক”
ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য!
@লাইজু নাহার,
মূল লেখাটি সম্পাদনা করে বাকি নামগুলোর খেতাবগুলো যুক্ত করে দিতে পারেন। না পারলে “মডুরাম সর্দারের” সাহায্য নিন 😛 । অভজিৎ’দার নামটা একটু বেশি বায়াস্ড হয়ে গেছে। কি আর করা যাবে, উনার কপাল ভাল। কপালের লিখন তো আবার খন্ডানো যায় না :-X ।
@লাইজু নাহার,
মূল লেখায় নতুন খেতাবগুলো যুক্ত করে দেয়া হলো।
@মুক্তমনা এডমিন,
আরও কিছু নাম দিলাম।
যোগ করে দেবেন আশা করি।
রামগড়ুড়ের ছানা -”গুড বয়”
ভবঘুরে -”আমি এক যাযাবর”
নাস্তিকের ধর্মকথা -”আরজ আলির গবেষক”
পরিমল মজুমদার – ”দেশের কথা”
ধন্যবাদ!
@ফরিদ আহমেদ,
একজন পাঠক হিসেবে অনেক দিন পর স্মরণ করছি এইকথাগুলো।
আন্তরিক বন্ধুত্বের বন্ধন যেমন গড়ে ওঠে, মনমালিন্যর কারণে শত্রু-শত্রু মনোভাবেরও পয়দা হয়।
এবারেও কিন্ত মাফ করতে পারলাম না 🙂 । অভিজিতের খেতাবটা ভীষণভাবে বায়াস্ ড মনে হচ্ছে!!!!
@বন্যা আহমেদ,
আপু অভিজিতদার এর চেয়ে অন্য নাম দিতে পারলাম না!
কিছু মনে করবেন না প্লিজ! :rose2:
@লাইজু নাহার,
হাঃ হাঃ আমারটা বায়াসড হতে পারে, তবে বন্যা ম্যাডামের খেতাবটা কিন্তু এক্কেরে ঠিকাছে! দশে দশ।
রায়হান, শিক্ষানবিস আর ইরতিশাদ আহমেদ সহ যারা বাদ গেছেন তাদের খেতাব চাই।
@লাইজু নাহার,
বাদ পড়েছে আরো একজন গুরুত্ত্বপুর্ণ মানুষের খেতাব “আকাশ মালিক”
আরো কে কে বাদ পড়ল দেখুন । আমার খেতাব নিয়ে কিছু বলার নাই ।
তবে নতুন বছরে :coffee: খান আপাততঃ 🙂
@বন্যা আহমেদ,
আপনার নামের ব্যাপারে কোনরকম সন্দেহ বা দ্বি-মত নেই 🙂 ।
আপনার দেয়া খেতাবগুলো খুব উপভোগ করলাম। মনে হচ্ছে হাসি ঠাট্টা ভালই জমবে।
@ব্রাইট স্মাইল্,
ধন্যবাদ!
কিছুনাম বাদ পরে গেছে।
রামগড়ুড়ের ছানা-“গুড বয়”
ভবঘুরে-“আমি এক যাযাবর”
পরিমল মজুমদার-“দেশের কথা”
@লাইজু নাহার,
লাইজু নাহার -“দিতে হবে ভাষা, ধ্বনিয়া তুলিতে হবে আশা”
নিরোপেক্ষ হয় নি, আপনার খেতাবটি অন্য কেউ দিলে নিরোপেক্ষ হইত। 😀
@ফুয়াদ,
কিন্তু ভাই আপনার খেতাবটি আমার কাছে দারুন লেগেছে।
@ব্রাইট স্মাইল্,
আমার কোন সমস্যা নেই 🙂