কালকূট
ঝাপ্সা চোখের পাতা স্বপ্নের চাঁদ গলে গলে আঙ্গিনায় পড়ে, কালকূটে ছাওয়া এ বিষাক্ত নোনা জলের ভেতর প্রত্নতাত্ত্বিকের মত খুঁড়ে খুঁড়ে মাটির পরে পা রেখে চেতনার অন্তিমে। নৈঃশ প্রহরের সাথে বড্ড সখ্যতা শুনতে পাই প্রেতের আবছা স্বর, জোছনার মোম কী আশ্চর্য কোমল! নৈঃশব্দের নরম জাজিমে আপাদমস্তক উপভোগ এখন মধ্যরাতে কখন কাঙখিত ভোর চুমো খাবে তার বাল্য [...]