সময়কে রেখেছি বেঁধে
ভাঙ্গা এক কাঁচের ফ্রেমে
যেতে চাই আকৈশর মগ্নতায়
স্বপ্নের নীলাভ সাঁকো বেয়ে,
বৃষ্টির ছিটেয় চকিতে
কতিপয় রুক্ষ মুখ।
বন্ধ করো কাঁচ ফলক
শীতের নিসর্গ
কোমল রোদ
ছিঁড়ে ফেলে কুয়াশার জাল।
উন্মুক্ত করে নগ্ন শরীর
নদীর জোয়ার,চাঁদের ভাঙ্গন।
বিবর্ণ আকাশে ওড়ে
মজ্জাহীন লতাগুল্ম,
ঘুমের ভেতর
চেতনা জাগে
তোমাকে একবারই
স্পর্শ করেছিলাম
সেই বর্ষনের ঘোরে।
চমৎকার। বেশ ভালো লাগল। আপনি করেনটাকি বাসায় বসে বসে। আরও ঘন ঘন লেখা ছাড়ুন তো দেখি। 😀
কবিতাটা পরিবর্তন করলাম কিছুটা।
valo laglo…
@মোজাফফর হোসেন,
ভাল লাগলো আপনার মন্তব্য।তবে,আপনি তো ভালো বাংলা লিখতে জানেন,বাংলায় মন্তব্য দিলে ভালো লাগতো।
মুক্তমনায় আগে কবিতায় মন্তব্য দেখতাম, এখন আর সে রকম দেখা যায় না। তবে এক এক ধরনের ব্লগ এক এক জিনিসের ওপর জোর দেবে সেটাই হবার কথা। যাইহোক, কবির কাজ কবি করে যাবে (বিশেষতঃ সে যখন মুক্তমনা কবি) মন্তব্য থাকুক বা না থাকুক। আপনার কবিতা পড়ে ভাল লাগল, সব যে বুঝতে পারলাম তা নয়।
@দীপেন ভট্টাচার্য,
আপনার মন্তব্য কে আমি শ্রদ্ধা নিয়ে জানাচ্ছি, কবিতায় আমি মেটাফর ব্যবহার করে থাকি
বেশীর ভাগ ক্ষেত্রে। হয়তো তাই বুঝতে অসুবিধে হয়েছে। কী করি বলুন 🙁 । কোন অংশটা বুঝতে পারেননি জানালে ভালো হত।
কবিতা’টা দিলাম। অনেকেই চান মুক্তমনায় লেখার পরিবর্তন আসুক। দেখা যাক, এই পরিবর্তন কী ভাবে আসে।