ঝাপ্সা চোখের পাতা
স্বপ্নের চাঁদ গলে গলে
আঙ্গিনায় পড়ে,
কালকূটে ছাওয়া
এ বিষাক্ত নোনা জলের ভেতর
প্রত্নতাত্ত্বিকের মত খুঁড়ে খুঁড়ে
মাটির পরে পা রেখে
চেতনার অন্তিমে।
নৈঃশ প্রহরের সাথে
বড্ড সখ্যতা
শুনতে পাই প্রেতের আবছা স্বর,
জোছনার মোম
কী আশ্চর্য কোমল!
নৈঃশব্দের নরম জাজিমে
আপাদমস্তক উপভোগ
এখন মধ্যরাতে
কখন কাঙখিত ভোর
চুমো খাবে
তার বাল্য সখিকে।
আফরোজা আলম,
ঘুমাবেন না। ফানুস শেষ করে ফেলুন।
@গীতা দাস,
হা হা না নাহ, ঘুমাবো না। লেখার মত একটু স্বাস্থ শরির ঠিক হলেই লিখব। এই অসমাপ্ত কাজটা আমাকে শেষ করতেই হবে।
@গীতা দাস,
আপনি তো দারুন রসিকতা করতে পারেন। অবশ্য আপনার মধ্যে যে রসবোধ কাজ করে তা তখন ও এখন পড়লেই বোঝা যায়।
কবিতার চরণ আর আফরোজা আলমের মন্তব্য থেকে যে আবহাওয়ার সৃষ্টি করলেন। এ কাজ সবাই পারে না। এ কাজ শুধু গীতাদি-র পক্ষেই সম্ভব।
খুব ভালো লাগলো আপনার এই ছোট্ট কমেন্টস। খুব খুবই আনন্দ পেলাম। মনে মনে হাসলাম প্রচুর। মাঝে মাঝে এমন করে কমেন্টস করে মুক্তমনার পরিবেশকে আনন্দময় করে তুলবেন এই কামনা করি।
বরাবরের মতই!
কবিতার মত সুন্দর!
@লাইজু নাহার,
আপনার মন্তব্যও বরাবরের মত সুন্দর।
পড়ে ভাল লেগেছে। :rose: আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এই কামনা করছি। আর হ্যা ‘ফানুস’ এর পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।
@সৈকত চৌধুরী,
হম চিন্তার কথা সুস্থ আর হতে পারছিনা, লিখাও হয়ে উঠছেনা। তবে, কথা দিলাম শেষ করবই”ফানুস”। উড়িয়ে দেব আকাশে অনেক তারার ভিড়ে। ঠাট্টা করলাম। 🙂
আমার অসুস্থতার কারণে আপাততঃ “ফানুস” দিতে পারছিনা,লেখা হয়নি বিধায়,তাই আমার “কবিতা গুচ্ছ”থেকে একটা কবিতা দিলাম মুক্ত-মনা পাঠকবৃন্দের উদ্দেশ্যে।
@আফরোজা আলম,
ভালো লাগল। বেশ দুঃখি দুঃখি লাগল কবিতাটি। কারন জিজ্ঞেস করবেন না দয়া করে। বলতে পারব না। 😀
আপনার সব কবিতায় রুপকের ব্যাবহার লক্ষণীয়।
ভালো থাকবেন। 🙂
@সাইফুল ইসলাম,
আপনি ঠিক ধরেছেন,কবিতায় আমি রূপকের ব্যবহার বেশি করে থাকি। আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহিত করল।
@আফরোজা আলম,
ভালো লাগলো কবিতাটি। আরো ভালো লাগলো গীতা দাসের সূক্ষ্ণ রসিকতা মিশ্রিত মন্তব্য খানি।
ফানুসের অপেক্ষায় আছি।
@মাহফুজ,
ধন্যবাদ আপনাকে, গীতাদির রসিকতায় পরিবেশ আরো সুন্দর হল।