যখন তোমায় তুমি ঢেকে রাখো কালো কাপড়ের আবরণে
তখন তুমি নারী,
পুণ্যবতী নারী।
যখন নিজেকে আটকে রাখতে সক্ষম তুমি পাঁচ দেয়ালের কারাগারে,
তখন তুমি অযথা আপদ মুক্ত নিরাপদ এক মাংসপিণ্ড,
পশুর লোলুপ দৃষ্টির লালার জল মুক্ত।
কিন্তু…
যখন তুমি তোমায় কালো কাপড়ের আবরণে ঢেকে না রাখতে ইচ্ছুক,
তখন তুমি বেশ্যা, ম বর্গীয় কোন অশ্লীল শব্দের উক্তি,
অসতী এক নারী।
আর…
যখন তুমি নিজেকে পাঁচ দেয়ালের কারাগারে বন্দী না রাখতে ইচ্ছুক,
তখন তুমি মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে চলা মুক্ত বিহঙ্গে আড়ালে
এক দলা মাংসপিণ্ড,
রক্তপিপাশীদের তৃষ্ণা নিবারণের রক্তের পেয়ালা,
ধর্ষণের এক উৎকৃষ্ট যন্ত্র।
তোমায় তখন যত্রতত্র ব্যবহার সম্পূর্ণ বৈধ,
কারণ……
ধর্মের দৃষ্টিতে তা তো মহা পুন্য।
আহা!!!
মধু মধু (F)
@এম এস নিলয়, ধন্যবাদ নিলয় দা।
:))
(Y)
@আমি কোন অভ্যাগত নই, ধন্যবাদ আপনাকে
বেশ ভাল লেখছো। আশা করি তোমার হাত থেকে আরো অনেক কবিতা পাবো। ধন্যবাদ।
@রওশন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হে আশা রাখছি আরও কিছু লিখতে পারবো আপনাদের জন্য। অনেক ভালবাসা রইলো।
পুরুষরাও কিন্তু শারীরিক, মানসিক নানান ভাবে ধর্ষিত হয় নারীর মাধ্যমে। তাদের কথা কেউ বলে না কেন?
@তামান্না ঝুমু, হে আপু ভাল একটি কথা লিখেছ। পুরুষরাও নারীদের দ্বারা অনেক ভাবে নির্যাতিত হচ্ছে এখন। অনেক পুরুষকে নারী নির্যাতনের ভুয়া মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘটনা দেখা যায় মাঝে মাঝে। এমনকি এই নারী নির্যাতনের মামলা এখন অনেকটা হুমকির মত।
কবিতা ভালো লাগছে, আমিও কবিতা লিখতে চাই। কিন্তু মুক্তমনায় সাহস পাই না কারণ এর নিতিমালার জন্য। :-Y :-Y :-Y
নীতিমালার ২.৩ এ আছে – লেখার বিষয়বস্তুর ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। তবে হালকা চালের বিষয়গুলো (যেমন কেবল দুই/তিন লাইনের ছড়া কিংবা খুব ছোট কবিতা বা এলেবেলে গল্প হিসেবে লেখা পোস্ট) ছাপানোর জন্য মুক্তমনা খুব বেশি উপযুক্ত স্থান নয়। সাধারণ সোশ্যাল কম্যুনিটি ব্লগে যে বিষয়গুলোর উপর বেশি লেখা আসে মুক্তমনায়ও সেগুলো নিয়ে পড়ে না থেকে লেখায় বৈচিত্র্য আসুক – এটাই আমাদের প্রত্যাশা।
তবে আপনার ভালোই সাহস। (Y) (Y) (Y)
@নিলয় নীল,অসংখ্য ধন্যবাদ নীল দা। কবিতা মাঝে মাঝে পোস্ট করবো। তবে যেমন লেখা অনেকে আশা করে তেমন তো লেখার চেষ্টা করবই।
নীল দা আমার পোস্ট করা দুটো কবিতার বিষয় বস্তু কিন্তু হালকা নয়। মুক্তমনায় যে ধরনের বিষয় নিয়ে লেখা হয়, কবিতা দুটো আমি মনে করি তেমনি। পার্থক্য শুধু এরা কবিতা। প্রেমের কবিতাও ভারী বস্তু হতে পারে যদি তা ভাল ভালে প্রকাশ করা যায়।
তবে এটা বলছি অবশ্যই তৃতীয় ও যতদূর সম্ভব চতুর্থ লেখাটি কবিতা হচ্ছে না। আপনার মত আমিও চাই বৈচিত্র্য থাকুক। আর একটু তো সাহস দেখাতে হয় :)) সাহস না থাকলে ভারী কথা লিখবো কি করে? 😀
ভাল লেগেছে।
@বেণুবর্ণা অধিকারী, অসংখ্য ধন্যবাদ আপু। (F)
নারী ঘরেও নিরাপদ নয়, কবি।
@গীতা দাস, একদম ঠিক বলেছেন। নারী যত কিছু করুক না কেন অন্ধ ধার্মিকদের রাহুগ্রাস থেকে মুক্তি পাবে না। উপরের কথাগুলো আসলে ওই সব ধার্মিকদের কথা।